শনিবার, ২ মার্চ, ২০১৩



বিঘোষিত বাণী
আবুলকালামআজাদবাসু
3/2/2013

হায়! হায়! হায়! কে বলিয়ে তোমা ওগো
হিন্দু বৌদ্ধ শাস্ত্রে আত্মা পুনঃ পুনঃ আসে?
প্রতি ধর্মে গাহিছে আত্মার কত গান ৷
হিন্দু শাস্ত্রে তারা জন্মিয়াছে শতবার
পণ্ডিত ধর্মের লাগি জন্মে বহুবার ৷
কৃষ্ণের আগমনে বৃক্ষরাজি লুটায়
তারা ওপারে জন্মে লক্ষ লক্ষ বার
কে বলিছে মিথ্যা করেছে প্রচার?
পুনর্জন্ম নাহি ভবে, মৃত্যু ধরণীর
বিঘোষিত বাণী নাহি পারিবে ঠেকাতে ৷
অমর দেহ কর্ম দোষে পাবে পরম
শাস্তি, ক্ষণে ক্ষণে জন্মিবে জনম ভর,
সর্প গরু ছাগল যত অধম রূপে,
ব্রাহ্মণ হয়ে জন্মিবে আবার ঐ কূলে                                        
সে কৃষ্ণরূপী ব্রাহ্মণ কাল পরকালে
এ কথা মিথ্যা কৃষ্ণের কে বলি-ছে তোমা?
ত্রিভুবনে-ই একাল ঘটিবে তাদের
যারা সহজ সরল পথ নাহি করে
অনুসরণ বিঘোষিত বাণী সকল
অমর বাণী এক-মহান আল্লাহর
তারা বুঝিবে এবার নাই নিস্তার ৷