বুধবার, ১ অক্টোবর, ২০১৪

শয়তানের ডায়েরী নয় তবে (১৩)



শয়তানের ডায়েরী নয়  তবে (১৩)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় ন ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?
‘আমার কাজ চিরজীবন নারীদের নিয়ে পুরুষদের দ্বন্দ্ব অপবাদ সৃষ্টি করে সমাজকে পিছিয়ে রাখা ৷ কারণ নর ও নারী দুজনই যদি শিক্ষিত হয় তবে অসৎ কর্ম, কলহ বিবাদ কমে যাবে এবং আলাপ আলোচনার মাধ্যমে এমন সিন্ধান্তে উপনীত হবে যে তখন আর মারামারি যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে না ৷
‘আমি জ্বিনজাত হলেও শিক্ষা প্রতি আমার রয়েছে অগাঢ় ভক্তি শ্রদ্ধা ৷ এই মূহুর্তে আমি মেয়েদে কলা কৌশল বর্ননা কর মনে সন্দেহের জাল বিস্তার করব ৷ আজকাল এ সমাজে নতুন নতুন ফন্দি মেয়েরা আবিষ্কার করে চলছে  ৷ মেয়েদের তড়িৎ বু্দ্ধি প্রখর বলে কথা ৷ পুরুষেরা টাকা উপার্জন করবে মেয়েরাও তা করছে কিন্তু বেশীরভাগ গৃহিনী ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যাওয়া দু থেকে তিন ঘন্টা সময় কাটানো গল্প গুজবে দিন কাটায় ৷ লোলুপ দৃষ্টি সম্পন্ন অভিবাভক যে নেই তা নয় ৷ সেইরূপ নারীও কম নয় আর মধ্যখানে জোড়াতালি দেবার ম লোক আমি তো আছি ৷ তাই একদিন একভদ্র লোক প্রাইভেট কার এ লিফট দিয়ে স্কুলের কাছাকছি নামিয়ে দিল ৷”
‘তুমি বল কেন কাছাকাছাি ভেতরে নয় কেন?’
মেয়েদের বুদ্ধি কি কম পরবর্তীতে হেঁটে চলে আসে ঐখানে এবং অন্যরাও দেখলা না যে ঐ ভদ্রলোকটি কে?’
‘তুমি শয়তান কথাটা গোপন রাখতে পারলে না ?’
আর দ্বিতীয় হল পৃথিবীব্যাপী একজন রাজার অধীনে বৃহৎ রাজ্য চলে তাহলে কি সুখশান্তি ফিরে আসবে ?‘
এমন কথ আমি শুনি নাই তবে একজনের আইন কানুন প্রতিষ্ঠিত সমগ্র পৃথিবীতে তাহলে হয়তো শান্তি আসবে ৷’
এই বুদ্ধি তুমি আগে দাও নাই কেন ?
পরিবেশের কথা আগে বলা হয়েছে তাই কতৃত্ব ির্ভর করে পরিবেশ ও সমজের কেবল আইন কানুন সর্বস্তরে এক হতে পারে৷’
‘আমার কাজ কু পরামর্শ দেয়া তাই দিলাম ৷’’
আবার তবের জন্য কিছু সৎ পরামর্শ দিতে হয় তা আমি নিজে দিই: ‘ইয়া রাহীমু’ হে পরম দয়াময় ৷ প্রেমিক প্রেমিকা এই নামের পর তাদের মাতার নাম লিখে ধুইয়া খাইলে প্রেমে মত্ত থাকিবে ৷ আমি চাই মানুষ প্রেমপ্রীতির বন্ধনে আবদ্ধ হোক ৷ আজ এখানেই ইতি টানলাম ৷