শয়তানের ডায়েরী নয় তবে (২৩)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID
558124 Support microsft.Com/ kb/ 558124
“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম
“৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয়
প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান
দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে
দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ,
বল আজ কি বুদ্ধি যোগাবে ?
সহেব আমাকে মাফ করবেন । কারণ ঠিক
মত হাজিরা দিতে না পারায় আপনার লিখার
ব্যাঘ্যাত ঘটেছে জেনে আমি দুঃখিত। শুনতেছি সারা পৃথিবী ব্যাপী ইন্টারনেট এর আওতায়
এসে যাবে। তাই ভাবছি আমরা যাব কোথায়?
দেখলাম তেমন সমস্যা হবে না।
ভেবে দেখলাম এ পৃ্থিবীর মানুষকে
হেদায়ত করে ঠিক করা যাবে না যতক্ষ্ণণ না আল্লাহ ইচ্ছা করেন। তাই মনে পড়ল ভদ্র লোকের
কথা, আল্লাহ মনে হয় সম গুণে সবাইকে সব কিছু দিতে পারেনি, তাই পৃথিবীতে এত অশান্তি!
সেদিন শয়তানীর সাথে আলাপ হল। তবে এমন নয় যে তুমি ছিলে না! পাশে বসে বসে কথার একটু
যেন কি মজা অনুভব করছিলা! তবে ভান যেন অন্য মনস্ক দেখলাম। মনে হচ্ছে কোথায় যেন
ব্যস্ত। তবে একজন এর শয়তানীর ভাব না থাকলে শয়তান সম্পর্কে সম্যক ধারনা দেয়া কঠিনই
বটে।
শয়তানী মাথা হেট্ করে বসে আছে।
এ সবই যেন মনের দুর্বলতা।
কারণ টা কি?
সেটা স্বয়ং শয়তানের উক্তি না হলে ভাল দেখায় না। যেমন কেহ কেহ বলে থাকেন যে তিনি মৌলানা নেছার উদ্দীনের শিষ্য তাই একে
অপরকে পীরভাই হিসাবে যথেষ্ট সম্মান করে থাকেন। তাদের মধ্যে এক রকম মিল পাওয়া যায়।
নামায কালাম দোয়া দরূদ প্রায় হয়ে থাকে।
শয়তান ও শয়তানীর মধ্যে দাওয়াত
চলাফেরা অভাব নেই। তারা একটা সমাজ। যেই শয়তানী আসল মাথা হেট করে বসে বলল, আমার উনি
যেই করুক না কেন তার আত্মীয় পরমজন সেথায় গিয়ে এ কথা বদনাম ধরনের কথা বলা অন্যায়।
অপরাধকে অপরাধ বলা এক ধরণের সামাজিক অন্যায়। আমার ইচ্ছা উনি বুঝে নিজের কাজ নিজে
করছেন।‘
তখন শিষ্যদের মধ্যে একজন বলল,
বেশ ভাল! মহিষ তো আপনার যে দিকে ইচ্ছা যেমন গলায় ছুরি না দিয়ে পেছনের দিকে জবাই
করলে ভাল হয়। ভদ্র মহিলার উক্তি একটাই। ভদ্রলোকের প্রতি দুর্বলতা, মানে নিজেও এক সময়
গরুর পেছনে জবাই করতো এবং তার জের এর পরিণতি। তাই পেছনে জবাই করার জন্য এতো কথা।
এক লোক বলল তা হবে না, এখানে সমাজ, সামাজিক রীতিনীতি, এমন কি আইন নামক রীতি বলবৎ।
তাই আপনার কথা মানতে পারলামনা। অগত্যা আর কিছু করাও সম্ভব নয়। তাই ঘৃণা এবং রুচি বোধ সম্পন্ন কথা
এক প্রকার হয় না আর হলেও তা মনের মত তেমন কিছু নয় তবুও যে উপায় নাই”।
শয়তানের ডায়েরী নয় তেব িক? “ইয়া সামাদু” পাঠে শ্তয়বাদী ও ঈমান্দার হোয়া যায়।