মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

শয়তানের ডায়েরী নয় তবে (২৪)



শয়তানের ডায়েরী নয় তবে (২)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

আজ আর বিশেষ কিছু লিখার মন মানসিকতা নেই। কারণ কি জিজ্ঞাসা করবে না?
সাহেব, আপনি না বললেও আমার আন্দাজ হয়ে গেছে।
কি আন্দাজ করেছ, শুনি!
আপনি সমালোচনামূখর। ফলে কিছু লোক অপকর্ম থেকে দূরে সরেছে বটে কিন্তু আসলে তা হয় না। তারা আজকাল অন্যভাবে পদক্ষেপ নেয়।
কি ভাবে? তবুও বলা যায় যে কিছুটা পরিবর্তন সাধন হওয়ায় আমি খুশি।
আপনি খুশি হ লে কি হবে? তারা অতীত ভুলে গেছে। পুর্ববর্তী একজন যে ভুল করেছে গুলো যাতে না ঘটে সে দিকে সতর্ক অবস্থান, আসলে কয়লা ধুলে ময়লা যায় না তা টের পাবে সময়ে ।
আমি বলবো তবুও ভাল।
আপনি ভাল বললেও আমি ভাল থাকতে দিই না। আমার কর্ম ইহাই। তাদের দেখা সাক্ষাত করাই। বুড়ি সুন্দর সুন্দর কথা বলে। সাহেবকে ভাল বাসে। মুক্ত ভাবে চলতে নিজের প্রাণমণিকেও কোলে তুলে দেয়। আপনার বদনাম কোথায় পাওয়া যায় তা খতিয়ে বেড়ান।
তুমি আজ আমায় যা বল না কেন সত্য অস্বীকার করা যায় না, যে তারা চেষ্টা করছে ভাল হবার জন্য। একটা কথা মনে রেখ সৎ বন্ধু বা সৎসঙ্গ মঙ্গল বয়ে আনে। সৎ এর প্রভাব পড়লে মানুষ বদলে যায়। অসৎ সঙ্গ বর্জনীয়
শয়তানের ডায়েরী নয় তবে কি? ইয়া হামিদু পাঠে চরিত্র সুন্দর ও আচার ব্যবহার উন্নত হয়।