সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

প্র্রজাপতি



         প্র্রজাপতি
এ কে আজাদ বাসু

ওহে প্রজাপতি যাও কোথাও সুমতি,
পুস্পবাগে ফুলের যে হয়েছে দুর্গতি।
মানুষের মাঝে নেমে এসেছে অবনতি
শস্য্ফলন মাঠে দুঃখকষ্টে কৃ্ষকের ক্লান্তি।
রং বেরঙের শাড়ীর আঁচল উড়ায়ে
গাছে গাছে পুস্পমাঝে বসে মধু আহরণ
আজি হতে সাবধানে চল মক্ষিকার দল;
ফুলের পাঁপড়ি কুড়ায়ে মাথায় কালরেখা এঁকে
তোমার সান্নিধ্যে বসে আছে ওহে ফুলমতি;
কৃ্ষকেরা ফলেফুলে ছড়িয়েছে ফরমালিন।
পুস্পকলি আর হবে না সুবর্ণ সুমতি।

শনিবার, ২৭ আগস্ট, ২০১৬



                    কাঠবিড়ালি
               আবুল কালাম আজাদ বাসু        
  কাঠবিড়ালি কাঠবিড়ালি তুমি গাছের ডালেডালে
  ঘুরে ঘুরে বেড়াও ফল ফুল খাও?
  আমরা তোমার নীচে বসে দেখি,
  আমাদের কেও খেতে দাও না?
  আমার নাম কাঠ বিড়ালি সব দেশে আমারনাম
  আমি নিজে খাই অপরকেও দিই।
  দাদীর ঈশারায় লম্ফ ঝম্ফ করি।
  আমাদের না দিলে ঢিল মেরে তাড়াব তোমায়;
  শকুনের দোয়ায় কি ফল ফুল ফুটে?
  ভোর বেলায় খাব মজা করে, দাদী আসছে;
  অমনে দেয় লাফ মাপের হিসাবে ভুল,
  হায়রে কপাল দু গাছের তলায় মূখে রক্ত,
  পানি পানি চিৎকার, দাদী বুঝিল বেদনা তার
  ছেলে মেয়ে আনন্দে লয়ে তারে ঘুরে
  অপরের কথায় কান দিলে জীবন যায় সবার।  ================================