প্র্রজাপতি
এ কে আজাদ বাসু
ওহে প্রজাপতি যাও কোথাও সুমতি,
পুস্পবাগে ফুলের যে হয়েছে দুর্গতি।
মানুষের মাঝে নেমে এসেছে অবনতি
শস্য্ফলন মাঠে দুঃখকষ্টে কৃ্ষকের ক্লান্তি।
রং বেরঙের শাড়ীর আঁচল উড়ায়ে
গাছে গাছে পুস্পমাঝে বসে মধু আহরণ
আজি হতে সাবধানে চল মক্ষিকার দল;
ফুলের পাঁপড়ি কুড়ায়ে মাথায় কালরেখা এঁকে
তোমার সান্নিধ্যে বসে আছে ওহে ফুলমতি;
কৃ্ষকেরা ফলেফুলে ছড়িয়েছে ফরমালিন।
পুস্পকলি আর হবে না সুবর্ণ সুমতি।