এ কূল আর ঐ কূল
আবুলকালামআজাদবাসু
১৯/১০/২০১৭ইং
বিদায় দাও গো মা একবার ঘূরে আসি,
সেই হতে ঘূরপাক খেয়ে মানুষ দিয়েছে
প্রাণ আজি;
আমায় দাও মা বিদায় তাদেরই হব চির
সাথী,
বিদায় দাও গো মা একবার ঘূরে আসি
৷
কিসের ঘরবাড়ী সবই তার যার আছে
ভুরিভুরি,
আমাদের বানাইছে রাখাইন রাখাল আপন
গরজে;
মনের সূখ নির্ল্লজ্জ হায়া বিলাইবার
তরে ৷
ধীরে ধীরে কোণঠাসা করে বানাইছে
বলির পাঠা,
আমায় দাও মা বিদায় তাদেরই হব চির
সাথী ৷
আর নয় মা প্রকাশ করেছে উখিয়ায়
দিবে হানা,
নিধনকরিবে তারামুসলিম জাতি যেনন
ছাগন ছানা৷
যত গর্ব দিয়েছে মোদের একখানা তাবু মাটির বিছানা,
বীভৎস যাতনা মা, পুত্রের সামনে
বন্দুক আর বেহায়াপনা ৷
এ দীর্ঘ স্থায়ী দুঃখ হবেনা তার
অন্ত;
দিনে দিন বাড়বে ঘা কোরআন বলে যা
৷
মাত্র বেদনা হয়েছে শুরু মনুষ্য
ভক্ষণ আজি ;
ত্রাণ আর পর নির্ভরশীলতা বানায়
অলস ,
আমাদের বিদায়
কর মা হই নলির পাঠা ৷
নিজের নাই কোন
ধন সম্পদ আছে মন
তা দিয়ে বাঁচতে
পারে না জীবন ৷
এ জাত এ টু
জেট সময়ে সুযোগে মানব নিধনকারী ৷
বাঁচতে হলে
শক্ত কর হাত দুখানি ,
মাদকআসক্তি
আছে যাদের কৌশলে করতে হবে তালাবন্দী ৷
ঐ কূলে যা ধরে
নাও এ কূলেও হবে তা;
সাবাস, সাবাস
আমায় তারা অন্ধকারে
রেখে মাংসের
লোভে পালন করেছে ৷
বিশ্ব যখন দেখবে
তাকিয়ে ততক্ষণে তাদের সময় আসবে ৷
মানুষ কি করে
মানুষ ভক্ষণ করে ?
আমায় দাও মা বিদায় তাদেরই হব চির
সাথী ৷