বর্ণতেই
আমার পরিচয়
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124)
বর্ণমালায় আমার তোমার ভাব
ভালবাসা
ছিল কত আশা পূর্ণ হবে
মনের বাসনা!
বর্ণ দিয়ে তোমার আর আমার
গভীর প্রেম উম্মদনা
যত যাতনা বিরহ হাসি খুশী
মাঝে হৃদয় স্পন্দনে
নিম্ন আকাশে উতাল পাতাল
টেউ আর পবন
বর্ণমালায় তোমার সাথে
হয়েছে পরিচয় ৷
বর্ণমালায় আমার তোমার ভাব
ভালবাসা
ছিল কত আশা পূর্ণ হবে
মনের বাসনা ৷
যুগ যুগ ধরে কালের পর কাল
হৃদয়ের বন্ধন
বিশ্বব্রহ্মাণ্ডের
ঝিকিমিকি তারা মনের গভীরে
যে রেখাপাত বাংলাভাষার
বর্ণমালায় সেই ধারাপাত ৷
বর্ণতেই পরিচয় বর্ণেই
প্রেম বর্ণেই অশেষ ৷
বর্ণ দিয়ে পরিচয় বর্ণেই
বিনয় নিবেবন প্রণয় ৷
আমি তোমায় ভালবাসি, প্রেম
বিনিময়ে
লয় হয় আমার, তুমি অমর
প্রেমের নাহি ক্ষয় ৷
বর্ণতেই পরিচয় বর্ণেই
প্রেম বর্ণেই অশেষ ৷
বর্ণ দিয়ে পরিচয় বর্ণেই
বিনয় নিবেবন প্রণয় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন