পৃথিবীর
একদিন (৫)
Akazadbasu
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124
চন্দ্র আলো নিভে হয়েছে যেন
ম্লান,
কেহই বাকী নেই জাগ্রত হবার
৷
স্ব স্ব সূরে সবাই গাইছে গান,
একে অপরকে ডেকে বলছে
দেখ সুন্দরীকে দীপ্তিমান৷
তারাগুলিও নিভে নিভে ভাব আলো
নেই,
যেন কালো ও সাদা মাঝে চলছে
যুদ্ধ ৷
গভীর বনে হাতির চীৎকার আর
সিংহের গর্জন
সুন্দরীকে আহ্বান জানাতে অন্যরাও
সজাগ ৷
জীবনে বাসর রাত মনমুগ্ধকর
এমন কেউ নেই হয় না ব্যস্ত
সে রাত উদযাপনে ৷
কিন্তু নাটকে প্রায়ই এই রাত
অবহেলিত,
বাস্তব যেন অবাস্তবে নাটক
ফুটে উঠে ৷
স্মৃতি মাঝে বিজড়িত রাত ভুলে
কে!
কারও জন্য এমন রাত বিষাদময়;
রাত যেন অতি ভয়ঙ্কর ৷
ছোট ছোট তারা যখন
আর আলো দিবে না,
চন্দ্র যখন নিভে যাবে,
তখন এক আলো আসবে
আগাম সংবাদ পরিবেশনে,
তিনি বলছেন তখনও শেষ নয়,
সতর্ক হও দিন সন্নিকটে ৷
তিনি যেমনি আলো তেমনি অন্ধকার,
হয়তো শীঘ্রই আসবেন
ইহাই শেষ সতর্ক সংকেত ৷