পৃথিবীর
একদিন (৪)
Akazadbasu
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124
সুন্দরী রাত্রিকালীন পোষাকে
আচ্ছাদিত,
সেই পোষাক এখনও বর্জন করে নি ৷
সে জাগরিত হয়ে কি ভাবছে
যা গত রাত্রে ঘটে গেছে ৷
গত রাত এমন এক স্মৃতি জড়িত
যা একবারই আসে,
এই রাত কোন মানুষ ভুলে না
৷
বিছানা ছাড়ার আগে সুখকর মুহূর্তের
কথা,
যখন দিনের আলো উঁকি দি্চ্ছে
তখন সে যেন লজ্জা পাচ্ছে ৷
দিনকন্যা আলো বলল কত নোংরা
তুমি!
সুখস্মৃতি এবং আনন্দে শয়তানও
কর্ম করে ৷
তুমি এত এত নোংরা যে তোনার
আশ্রয়ে
দুষ্ট লোক সকল যত অপকর্ম করে ৷
কেমন করে তুমি এত মিষ্ট হতে
পার?
না, তুমি তিক্ত প্রতারক ৷
সন্দেহ নেই সময়ে খুবই মধুর,
কিণ্তু সেটা বড়ই সাময়িক ৷
যারা যন্ত্রণায় কাতর তারা
অপেক্ষা করছে,
আমার জন্য আমার সুন্দর মূখমণ্ডল
দেখার জন্যে ৷
রাত্রি দিন কন্যাকে বলে এত
গর্ব কর না,
আমি কালো ছাড়া তুমি উজ্জ্বল
নও ৷
তুমি সুন্দরী যেহেতু আমি কালো
পাশে আছি,
তব কেমনে জানাও আমায় ধিক্কার
!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন