বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

হারি জিতি নাহি লাজ

হারি জিতি নাহি লাজ
আবুলকালামাজাদবাসু
হারি জিতি নাহি লাজ সাজ সাজ সাজ,
সত্যির জন্যে নাহি লাজ সাজ রে তোরা সাজ,
মহাশক্তিধর যদি সাজায় তোরে সত্যের পথে
তবে কিসের ভয় সাজরে তোরা সাজ।

মিথ্যা থাকে না টিকিয়া কহিলাম তোমায়,
সেই সাঁজ নহে চিরস্থায়ী বেলা থাকতে
সাজরে তোরা সাজ ।
পূর্বাঞ্চলের ব্জ্রপাতে হবি রে নিপাত।

শীতল দ্বন্দ্বে কে কারে করিবে নাশ
নিরীহ মানব হবে লঙ্কা-মরিচ,
মিথ্যার হবে হার  হবে তার পরাজয়
তড়িৎ ভুল স্বীকারে জয়ের উপরে জয়।


রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

হারি জিতি নাহি লাজ

হারি জিতি নাহি লাজ
আবুলকালামাজাদবাসু
হারি জিতি নাহি লাজ সাজ সাজ সাজ,
সত্যির জন্যে নাহি লাজ সাজ রে তোরা সাজ,
মহাশক্তিধর যদি সাজায় তোরে সত্যের পথে
তবে কিসের ভয় সাজরে তোরা সাজ।

মিথ্যা থাকে না টিকিয়া কহিলাম তোমায়,
সেই সাঁজ নহে চিরস্থায়ী বেলা থাকতে
সাজরে তোরা সাজ ।
পূর্বাঞ্চলের ব্জ্রপাতে হবি রে নিপাত।

শীতল দ্বন্দ্বে কে কারে করিবে নাশ
নিরীহ মানব হবে লঙ্কা-মরিচ,
মিথ্যার হবে হার  হবে তার পরাজয়

তড়িৎ ভুল স্বীকারে জয়ের উপরে জয়।

রবিবার, ৯ আগস্ট, ২০১৫

শয়তানের ডায়েরী নয় তবে (২১)

শয়তানের ডায়েরী নয়  তবে (২)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

সহেব আমাকে মাফ করবেন । কারণ ঠিক্মত হাজিরা দিতে না পারায় আপনার লিখার ব্যাঘ্যাত ঘটেছে জেনে আমি দুঃখিত। শুন তেছি সারা পৃ থিবী ব্যাপী ইন্টারনেট এর আওতায় এসে যাবে। তাই ভাবছি আমরা যাব কোথায়?
দেখলাম তেম ন স মাস্য হবে না।
জায়গায় ব র্ণ চোরা বাস ক রে।
আপনি যখন wp adm লিখেন তখন তারা বুঝে না । converter স হ পূ র্ণর্ণ  application টা পুন্ রায় control panel দেয়া আছে অথচ দেখতে পাই না।
কি ব ল ব সাহেব! আমার ছোট ভাই এন্টিখৃষ্ট যখন এসে গেছে তখন সে আমাকে আর কোন কাজ ক রতে দেয় না।গতকাল ই কেব ল এক্ টু ব্যস্ত ছিলাম ।
এখন কেব ল শা ন্তির পক্ষে গান গাইব। গাছে বসে সবাইকে শুনাইব। বহু জাতি এক সাথে বাস করতে  পারে। এতে কোন বাধা নেই। কেবল রাষ্টের আইন মেনে চলতে হবে। দশ জন যে দিকে সেটাই আপাততঃ আইন। আমি বন্দী আছি বলে কি এ কাজ করতে পারব না?


শয়তানের ডায়েরী নয় তবে কি? ইয়া মুজীবু কোন কিছু আল্লাহর কাছে চাইবার আগে এ নাম পড়লে দোয়া কবুল হয়।