হারি জিতি নাহি লাজ
আবুলকালামাজাদবাসু
হারি জিতি নাহি লাজ
সাজ সাজ সাজ,
সত্যির জন্যে নাহি লাজ
সাজ রে তোরা সাজ,
মহাশক্তিধর যদি সাজায়
তোরে সত্যের পথে
তবে কিসের ভয় সাজরে
তোরা সাজ।
মিথ্যা থাকে না টিকিয়া
কহিলাম তোমায়,
সেই সাঁজ নহে
চিরস্থায়ী বেলা থাকতে
সাজরে তোরা সাজ ।
পূর্বাঞ্চলের
ব্জ্রপাতে হবি রে নিপাত।
শীতল দ্বন্দ্বে কে
কারে করিবে নাশ
নিরীহ মানব হবে
লঙ্কা-মরিচ,
মিথ্যার হবে হার হবে তার পরাজয়
তড়িৎ ভুল স্বীকারে
জয়ের উপরে জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন