শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

যীশুর মঙ্গল কামনা



যীশুর মঙ্গল কামনা
আবুলকালামআজাদবাসু          

আকাশে বাতাশে তোমার ধ্বনি,
তোমার আশীর্বাদ তোমার আগমনী
বার্তা বয়ে আনুক স্বাধীনতা, স্বাধীনতা;
রূহহারা প্রাণ শুকরের সমান নাহি মান। 
 
আল্লাহ প্রাণরক্ষাকর্তা ত্রাণকর্তা বিশ্ববিধাতা,
হে খোদা! হযরতের (সঃ) বাণী কর পূরণ।
জনবল ঘাঁটি নাহি পারে ঠেকাতে মরণ
হযরতের (সঃ) উপাধি নুর;
যীশু বা ঈসা (আঃ) উপাধি রূহ।
নাহি যাদের বিশ্বাস তাদের রূহ মৃতপ্রায়;
যীবন প্রাণ অন্ধকার নহে জানোয়ার,
সম তব ছিল আব্রাহামের পিতা শুকর।
হে প্রকৃতি! তুমি শুকর নিধন করনা
যীশু, মোহাম্মদ (সঃ) তাঁদের কর মান্য,
নচেৎ ধ্বংসিবে মূসা (আঃ) এর লাঠি,
বিষ যন্ত্রনায় হায় হায় করে ক্রন্দন ধ্বনি।
আকাশে বাতাসে চীৎকার শুনিবে।
হযরতের (সঃ) দোয়া যীশুর আশীর্বাদে
জ্যাকব মাতা উঠিবে জেগে ধরণীর বুকে।
সময় থাকতে মূসার লাঠি কর বারণ।
     ===============

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

শয়তানের ডায়েরী নয় তবে (২৫)



শয়তানের ডায়েরী নয় তবে (২)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

আজ আর বিশেষ কিছু লিখার উদ্দেশ্য থাকলেও এখানে লেখা মোটেও উচিত নয়। কারণ বললে তুমিও নারাজ হবে এবং ইহা যদি কারও সাথে মিলে যায় তাহলে আরো বিপদ। কম্পিউটার যুগে হাতের বৃদ্ধা আঙুলের চাপ এবং রিং ফিংগারের চাপ অতীব প্রয়োজন হলেও একথা বাস্তব যে সত্যের প্রতিকার করে কে?
আজ তো অনেক কথাই বললেন কারণ কি?
যখন ভাল লাগে তখন মানুষ অনেক কথাই বলে। যেমন বুড়ো বয়স সবাই এড়িয়ে চলে
আপনি তো গ্রামীন সীম মোডেম ব্যবহার করেন সমস্যা কোথায়?
কেবল গ্রামীন সীম মোডেম নয় একটি মোবাইলও ব্যবহার করি
মজার ব্যাপার হলো (১৭/১/১৬ তারিখ) তুমি যেমন আনন্দ ফুরতি কর তেমনি বুড়ো হলেও
একটূ ফুরতি করি।
কি এমন আনন্দ করলেন
ঐ অফিসে গিয়ে দেখি মেয়েরা পিছিয়ে নেই। পুরুষের সাথে ফাঁকে ফাঁকে মেয়ে লোকের
সংখ্যাই বেশী। ভাল লাগলো। মনে কর মোবাইল নাম্বার ৯৪৭৪২৪৩৪ জৈষ্ঠ আঙুলের চাপ নিয়ে ঠিক মত কাগজ দিলেন। কিন্তু মোডেম সীম নাম্বার রেজিঃ কাগজ কই?
ঠিক সেখানে দেখেন নাই?
বিশ্বাস বলে কথা আছে না।
মোডেম সীম চেক করতে গিয়ে তিনি তাহার মোবাইলটাও হারায়ে ফেলেছে
সেখানেই আমার আনন্দটা। পরে আবার পাওয়া গেল।
সেটা কী।
একজন লোক পিছন দিয়ে হেটে হেটে বললো সবাই কে ভাল লাগে
যে জন সীম রেকর্ড করছেন তিনি তো আকৃষ্ট ঐ সুন্দরীর প্রতি
এমন কথা শুনে লোকটি তেলে বেগুনে জ্বলে উঠল, সীমসহ হারায়ে ফেলল, আঙুলের চাপ নিল
কিন্তু দিল নাম ছাড়া ৫৫৬৪৯৯৬২ একটা কাগজ ধরিয়ে দিল। কিন্তু কেন, তুমিতো জান কি জন্য এমন করলো
আপনি তো পুরা হাত দিয়ে ই-মেইল পাঠান
ভাল লেগেছে তার আগ্রহ আর আকর্ষণ দেখে।
এমনতর ভাল বাসা বুড়ো বয়সে আর হয় না তাই একটু চিন্তিত এবং মোডেম নাম্বার ৫১৯৬৩৮২৯ আশা করি রেজিষ্ট্রেশন হয়েছে। ৭ নাম্বার লোকেশনের আকৃষ্টতা আরও বাড়লে অনেকেই আমার মত আনন্দ পাবে মোডমের সীম বড় কথা নয় মাত্র একশত টাকা কিন্তু ...
      
শয়তানের ডায়েরী নয় তবে কি? ইয়া খাফিযু পাঠে শত্রুর অপকার হইতে রক্ষা পাওয়া যায়।
                               =================