শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

যীশুর মঙ্গল কামনা



যীশুর মঙ্গল কামনা
আবুলকালামআজাদবাসু          

আকাশে বাতাশে তোমার ধ্বনি,
তোমার আশীর্বাদ তোমার আগমনী
বার্তা বয়ে আনুক স্বাধীনতা, স্বাধীনতা;
রূহহারা প্রাণ শুকরের সমান নাহি মান। 
 
আল্লাহ প্রাণরক্ষাকর্তা ত্রাণকর্তা বিশ্ববিধাতা,
হে খোদা! হযরতের (সঃ) বাণী কর পূরণ।
জনবল ঘাঁটি নাহি পারে ঠেকাতে মরণ
হযরতের (সঃ) উপাধি নুর;
যীশু বা ঈসা (আঃ) উপাধি রূহ।
নাহি যাদের বিশ্বাস তাদের রূহ মৃতপ্রায়;
যীবন প্রাণ অন্ধকার নহে জানোয়ার,
সম তব ছিল আব্রাহামের পিতা শুকর।
হে প্রকৃতি! তুমি শুকর নিধন করনা
যীশু, মোহাম্মদ (সঃ) তাঁদের কর মান্য,
নচেৎ ধ্বংসিবে মূসা (আঃ) এর লাঠি,
বিষ যন্ত্রনায় হায় হায় করে ক্রন্দন ধ্বনি।
আকাশে বাতাসে চীৎকার শুনিবে।
হযরতের (সঃ) দোয়া যীশুর আশীর্বাদে
জ্যাকব মাতা উঠিবে জেগে ধরণীর বুকে।
সময় থাকতে মূসার লাঠি কর বারণ।
     ===============

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন