সুর-অসুর
আবুলকালামআজাদবাসু
নাচ রে বালা নাচ সুরের
তালে তালে
বাদ্য বাজে
নানান ডঙ্গে সুরের তালে
বাঁশির সুরে
আকাশে অসুর নাচে
বালার নাচন দেখে
অসুরও আকাশে
বাতাসে ছড়িয়ে
দেয় সুর ঝঙ্গার।
সুর অসুর মিলে
গান বাদ্য বাজনা
দোলায় মন
অসুরের তালে তালে
বাদ্য বাজনায়
সুর অসুরের মিলনে আসে মনু
চল বালা আজ নাচিব দুজনে বৃন্দাবনে।
সুর অসুর হয়
মিলন নিত্য পুলকে তটস্থ
নদীর বুকে অঙ্গ
ভাসিয়ে দেয় মনের আনন্দে.
তটনীর ধারে
পাহাড়ে সৌরিক রমরমা অট্টালিকা
বালা যায় সেই
অট্টালিকার কোঠরীতে
বাদ্য বাজনায়
বালা ঝুম ঝুম ঝুমুর নাচে।
বেদ ভেদ করে
অসুর দেবতার আসনে
মধ্যে মধ্যে
সুরের ঝঙ্গারে তড় তড় ঝড় ঝড় শব্দ
সিঁড়ি কেঁপে
ঊঠে বালার সাথে নাচে;
দেবতার আসন হয়ে যায় খালি।
তার সাথে যোগ
দিয়েছে পারসিক তত্ত্ব
আকাশে বাতাসে
বালা, বালা নাচরে ঝুমুর
ঝুমুর।
সেই নদীর তীরে
পাহাড়ের নীচে পুশের কুঠীর কত!
নাচন শেযে সুর
অসুর মিলে খেলবে দুজনে পাশা
চল বালা সৌরিক
রমরমা অট্টালিকায়
অসুর অসুরীর
সাথে নাচিয়া দেখিব
আজ অঙ্গেঅঙ্গ
মিশাইয়া কোমর জড়াইয়া।
অসুর অঙ্গে
মিশে আছে তটনীর বুকে কত ছন্দ
আকাশে ভাসে
সুরের ঝন ঝন ঝুম ঝুমুর শব্দ
বাতাসে ভেসে
আসে বাঁশীর সুর ঝঙ্গার
বালার মন দোলায়
অসুর অসুরী।
সুর অসুর মিলে
মন কাঁপানো ঝড় বাঁশীর সুরে
আসিবে নতুন
নতুন মনু
তাদের বসায়ে
দেবতার আসনে পারসিক কবি
গাহিবে গান আর
বালা, আরো কত বালা
উজাড় করে দিবে
প্রাণ।
ফাঁকে ফাঁকে
বিদ্যুৎ বন্ধ হলে
অসুর অসুরী
বাজাবে দোতরা ।
আরো জোরে বাজাও
বাদ্য বাজনা
তারা তোমায় ঘুম
পাড়াবে বিভোর অন্ধকারে।
আজিকার দিনে
বালার নাচন জগতে অনন্য ফ্যাশন।
This poetry is about the man and the ghost.
Almost all over the it has become a fashion to go to club and pass the time and
fresh the mind for a while. BALA is a woman dancer who dances in club. At down
there are many cottage to take rest. “This thing is not my subject to reveal
here but who are Dev and Devi? Devata also in parsik perhaps in old period a
prophet came name Jarathrust in his scripture this ghost or Jinn are there as
AUSUR and AUSURI and Hindus Veda’s they added these AUSUR as a Devata. In new
Bible and old Bible we find they are bad souls and Satan one of them who is
enemy of the man.
The Quran says if the man becomes not
careful then these ghosts entered in the body of the man and they also enjoy or
what to say they intercourse and child be born. This is the result”.