বুধবার, ২৩ মার্চ, ২০১৬

সুর-অসুর



  সুর-অসুর
                       আবুলকালামআজাদবাসু
নাচ রে বালা নাচ সুরের তালে তালে
বাদ্য বাজে নানান ডঙ্গে সুরের তালে
বাঁশির সুরে আকাশে অসুর নাচে
বালার নাচন দেখে অসুরও আকাশে
বাতাসে ছড়িয়ে দেয় সুর ঝঙ্গার
সুর অসুর মিলে গান বাদ্য বাজনা
দোলায় মন অসুরের তালে তালে
বাদ্য বাজনায় সুর অসুরের মিলনে আসে মনু
বালা আজ নাচিব দুজনে বৃন্দাবনে।
সুর অসুর হয় মিলন নিত্য পুলকে তটস্থ
নদীর বুকে অঙ্গ ভাসিয়ে দেয় মনের আনন্দে.
তটনীর ধারে পাহাড়ে সৌরিক রমরমা অট্টালিকা
বালা যায় সেই অট্টালিকার কোঠরীতে
বাদ্য বাজনায় বালা ঝুম ঝুম ঝুমুর নাচে।
বেদ ভেদ করে অসুর দেবতার আসনে
মধ্যে মধ্যে সুরের ঝঙ্গারে তড় তড় ঝড় ঝড় শব্দ
সিঁড়ি কেঁপে ঊঠে বালার সাথে নাচে;
দেবতা আসন হয়ে যায় খালি।
তার সাথে যোগ দিয়েছে পারসিক তত্ত্ব
আকাশে বাতাসে বালা, বালা নাচরে ঝুমুর ঝুমুর।
সেই নদীর তীরে পাহাড়ের নীচে পুশের কুঠীর কত!
নাচন শেযে সুর অসুর মিলে খেলবে দুজনে পাশা
চল বালা সৌরিক রমরমা অট্টালিকায়
অসুর অসুরীর সাথে নাচিয়া দেখিব
আজ অঙ্গেঅঙ্গ মিশাইয়া কোমর জড়াইয়া।
অসুর অঙ্গে মিশে আছে তটনীর বুকে কত ছন্দ
আকাশে ভাসে সুরের ঝন ঝন ঝুম ঝুমুর শব্দ
বাতাসে ভেসে আসে বাঁশীর সুর ঝঙ্গার
বালার মন দোলায় অসুর অসুরী।
সুর অসুর মিলে মন কাঁপানো ঝড় বাঁশীর সুরে
আসিবে নতুন নতুন মনু
তাদের বসায়ে দেবতার আসনে পারসিক কবি
গাহিবে গান আর বালা, আরো কত বালা
উজাড় করে দিবে প্রাণ।
ফাঁকে ফাঁকে বিদ্যুৎ বন্ধ হলে
অসুর অসুরী বাজাবে দোতরা ।
আরো জোরে বাজাও বাদ্য বাজনা
তারা তোমায় ঘুম পাড়াবে বিভোর অন্ধকারে।
আজিকার দিনে বালার নাচন জগতে অনন্য ফ্যাশন।

This poetry is about the man and the ghost. Almost all over the it has become a fashion to go to club and pass the time and fresh the mind for a while. BALA is a woman dancer who dances in club. At down there are many cottage to take rest. “This thing is not my subject to reveal here but who are Dev and Devi? Devata also in parsik perhaps in old period a prophet came name Jarathrust in his scripture this ghost or Jinn are there as AUSUR and AUSURI and Hindus Veda’s they added these AUSUR as a Devata. In new Bible and old Bible we find they are bad souls and Satan one of them who is enemy of the man.
The Quran says if the man becomes not careful then these ghosts entered in the body of the man and they also enjoy or what to say they intercourse and child be born. This is the result”.      

শনিবার, ১২ মার্চ, ২০১৬

শয়তানের ডায়েরী নয় তবে (২৭)



শয়তানের ডায়েরী নয় তবে (২)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

আজ আর বিশেষ কিছু লিখার উদ্দেশ্য থাকলেও তোমাকে বলা যাবে না। জানি তুমি মানুষের পরম শত্রু। আমি তোমায় বন্ধু ভেবে না হয় বললুম যে শেয়ার বায়ার আজকাল বেশ চাঙ্গা হয়েছে। বিদেশে শেয়ার বাজার কখন ও মন্দা হয় না ।
আমাদের দেশেলেন দেনের অভাব। গল্প তা খুব ছোট করে বলবো।এক সময় কাছাকাছি দু-ভাই তুমুল ঝগড়া বেধে দিল শহরের রাস্তার উপর।বিষয় কি, ঝগড়ার হেতু কি? যিনি সেরা ভাল বললো- সে কেন আমার উনার সাথে কথা বল্বে মানে ইয়ে করবে? সংক্ষেপে বিচারকের আব্বার কাছে নেওয়া হল। তিনি সাত পাঁচ বিচার করে দিলেন। সেই হতে প্রায় দশের অধিক কাল চলে গেল। এই ফাঁকে তোমার আমার বিষয় মীমাংসা করে নিই। এই বৎসর খানেক আগের কথা। মাথায় গন্ডগোল।
শয়তান ওস্তাদ কি গন্ডগোল?
দেখি আমার ঘরে একি রোগ। তারপর তোমায় দেখে আমিও ঐ নীরিহ লোকটির মত হত ভাগ হলাম। হঠাৎ আল্লাহ যেন এক শক্তি দান করলো চোখে। ঐ শক্তি দ্ধারা অবাস্তাব আল্লাহ্র রহমতে চোখের ঈশারায় এক রকম ঐস্বরিক রশি দিয়ে তোমায় বাঁধলাম। তবে সত্য কিনা বলতে পারলাম না। কারণ আমি আরবী বা অন্য ভাষায় কোন মন্ত্র তন্ত্র জানি না। আবদ্ধ অবস্থায় তাকে ঘরের এক কোণায় পেলে রাখলাম। জানালায় দেখি এক অস্পরা সুন্দরী। গ্লায় তীরধনুক । লম্বা হাত। মাথায় তাজ। তাকে সুন্দর লেগেছিল। একে একে সবাইকে যেন বলছে আমার স্বামীকে ছেড়ে দিতে বল। অমনি আমার উনি রুমে প্রবেশ করলেন। উনাকে দেখে সুন্দরী বললো- দেখ তাকে বেধে খাটের নীচে ফেলে রেখেছে। সে জীবনে তোমার কত উপকার করেছে। তোমারও বন্ধু বটে। বলল আমি দেখব। এই গল্পের ইতিকথা হল আমি অসুস্থ হয়ে পড়েছি। এ দিকে হযরত ঈসা (আঃ) আসার সময় হয়েছে। তিনি আসার সাথে সাথে শয়তানকে এক হাজার বছরের জন্য বোতল বন্দী করলে উপায় কী! তাই বলি অস্পরা সুন্দরীকে লেনদেনের নিয়মে শেয়ার বাজার চাঙ্গা করি। তোমার কাছে যা আছে আমার কাছে গচ্ছিত রাখ। তাহলে বাজারের মুলধন বাড়বে।
চলুন এবার প্রথম সাতপাঁচ এ যাই। এদিকে নরমে গরমে শেয়ার বাজার চলছে। ইতিমধ্যে আমার তিনি উনি গিয়ে শেয়ার বাব্জারের লেনেদেন ভালভাবে
শিখিয়ে আরও কত কি! দশ বার বছর পর । দুটো উৎসবে দু-ভাই একত্রে আসা যাওয়া শেয়ারের পরিধি লেন দেন হাত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে একথা বড় ভাইজানকে বলনা। তাহলে এদিকে জমির ভাগ বাটোয়ারার অসুবিধা হবে। তবে ভাগ নেবার মত কিছু নেই তা ঠিক নয়।
আমি অসুস্থ এ সময় সুন্দরী যদি হাত মিলায় তাহলে ঈয়া (আঃ) থেকে রক্ষা পাবে।      
শয়তানের ডায়েরী নয় তবে কি? ইয়া মা লি কু পাঠে ম নে র ম লি ন তা দূর হয়।
                               =================