সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

অফুরান



                   অফুরান
                    আবুলকালামআজাদবাসু   
                                   (CE0682 HUAWEI  Mobile Model E1550,
                                       ID 558124 Support microsft.Com/ kb/ 558124,

অফুরান আসিবে যবে ক্রন্দন আসিবে তবে
অর্চনা পূজা কত সুস্বাদু খাবার মূখে দিয়ে শত প্রণাম,
হৃদয়ের ব্যকুলতা জ্ঞাপন শত আশা নিবেদন,
অশ্রুজলে সিক্ত দুনয়ন বুক ভরা আশা তার তরে।
মাটিরে করে প্রণাম বিশ্বাস বিশ্বাসে ভক্তি ভরা বুক;
জানি না বুঝি না আমি পরিবেশের সন্তান,
একমাত্র সম্বল মোর পরিবেশের-বিশ্বাস
দীপক কহিল মোরে সূর্য আমার দেবতা,
সকালে উঠিয়া আমি তারে করি প্রণাম,
অস্তাচলে জানাই প্রণাম জ্বালাইয়া ধূপ,
ঈশ্বর, ঈশ্বর আমি দেবতার পূজারী।
চন্দ্র কহিল সূর্য না দিলে কপালে টিপ,
বেমানান আমি নহি যে পুস্প সুন্দরী।
ভিন্ন পরিবেশে বিশ্বে কত সুন্দর মনোরম দৃশ্য;
আমি কিন্তু হাত ছাড়া হতে পারি না তোমার কথায়।
বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য দেখে মাতৃভূমির কথা যাই ভুলি;
ভারত এমন এক দেশ আদম ভূমি যার নিবাস ধর্ম নয়,
যদিও বলে হিন্দুর বাস, ভাগে পাবে না অর্ধ কোষ।
ইঞ্ছিল তলায় বাঁধিয়া আমরা হয়ে গেলাম ভাই ভাই,
পিতৃহীন সন্তান তুমি জারস বিশ্বে ভাই হলেও আমি সরস!
দীপক তুমি সুর্যরে পূজ না কেন! দেবতা তারও প্রাণ দিতে হবে,
সময়ে বলি, মানুষ চিরকাল অমঙ্গল গ্রহে করে না বাস।
আমি আর্দশ মুসলমান, নাই কর্ম, নাই ধর্মের লেশ;
আমি বৌদ্ধ লাল গোলাপী চাদর পরিধায়ী,
মঠে করি বাস, আমি খঁটি বৌদ্ধ।
মাতৃ-পরিচয়ে আমি খাঁটি খৃষ্টান পিতা আমার বর্তমান।
আমার পিতা আমার জন্য অনেক বড়, সে বড় গুরু।
কেহ করিলে আপমান তারে আমি ঘৃণা করি।
আমি জেসাস এর ভক্ত একজন সামান্য লেখক;
ওঃ ওঃ আমি যখন মূখ দিয়ে বললাম আমি খাঁটি খৃষ্টান
লজ্জায় মাথা হয়ে গেল হেট, পিতঃ তুমি বল আমি কে?
আমি কভু হব না শান্ত আমি আজও তবে যেন রেখ কালও।
আমার পিতাকে কেবল বল জারস? তিনি পবিত্র, মহান।
সে কখনও আমার ভাই হতে পারে না!
তুমি ধিক না জানালেও শত ধিক! তুমিও রহিবে না বাকী!
ফটকের কথা ভাব যদি হও খাঁটি খৃষ্টান, মুসলমান।
================================



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন