বুধবার, ২৫ মে, ২০১৬

শয়তানের ডায়েরী নয় তবে ((৩০)



শয়তানের ডায়েরী নয় তবে ((৩০)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

পাঠক সমাজ নৈতিক চরিত্র গঠন করতে ভাল পরিবেশের প্রয়োজন। পারিবারিক ভূমিকা আসল। কোন ছেলে ১৬-১৮ মা বাবার সামনেই মেয়ে বন্ধু নিয়ে ঘরে রাত্রি যাপন করতে পারে তাতে নৈতিক নয় সামাজিক অবক্ষয় নিশ্চিত।
হযরত জাকারিয় (আঃ) ছিলেন মেরীর (বা জেসাস এর মাতা) খালু। বিনা পিতায় যখন যীশূ মাতৃগর্ভে আসলেন তখন সব ইহুদি নেতারা বলল, এটা সম্ভব নয় বরং জাকারিয়া (আঃ) কে শাস্তি দেওয়া হোক। তিনি পলায়ন করে একটি গাছকে বলল আশ্রয় দিতে। গাছটি ফাঁক হয়ে গেল আর সেই সুড়ঙ্গে তিনি আশ্রয় নিলেন। শয়তান তা দেখে মৌলভী সেঁজে সবাইকে বলল করাত দিয়ে গাছটিকে খন্ড খন্ড করা হোক। তাই হল।
সদা আল্লাহর উপর নির্ভর করিও। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর।
শয়তানের ডায়েরী নয় তবে কি? ইয়া জব্বারু পাঠে অত্যাচারীর হাত হতে রক্ষা পাওয়া যায়’’

                              







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন