রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

কবির কবিতা মানুষের হীনমনা

কবির কবিতা মানুষের হীমনা
আবুল কালাম আজাদা বাসু

কবির কবিতা মানুষের হীনমনা,’
মানুষে মানুষে দ্বন্দ্ব তাদের মাঝে বাস
ওরে দিন যায় চলে নিজ মন হাসে
উপার্জিত ধন চুপে চুপে হেসে বলে
বল তো দেখি জল কেন বাড়ে কমে?
দূর, গাধা তাও জানিস না সর্বত্র বায়ু বহে বলে;
তুমি বুঝি শুধু বায়ুর কথা ভাবলে?
পানির খথা একবারো ভাব্লে নে!
হতভাগা জল যদি সুভাগ্যবান হত,
এত জীবন কি টু শব্দ বিনা চলে যেত?
মানুষে মানুষে দ্বন্দ্ব আবার তাদের মধ্যে
কত ছন্দ তাই বলে জোঁয়ার ভাটা থাকবে না!
সব মানুষ এক রকম হতে পারে না!
বলি মানুষে মানুষে নেই ভেদাভেদ
তাহলে ঘৃণ্য কালো কেন কুকুরের হবে?
সামাজিক হাল যদি না থাকিত রক্ষিত
সমাজে বাস করা হত মহা দায়
মহান বলেন নিজ গোপ্নীয়তা রক্ষা কর।
যদি ভাব তাতে কেহ অপরাধ করেছে হাত উঠায়ে,
বলবে সে তোমার মাঝে হীনমনা;
সে যে নিয়মের অধীন চলনে তবে স্বাধীন।
+++++++++++++++++++++++++++++++++=================
 Tag: মানুষে মানুষে  দ্ব ন্দ্ব মানুষে ছন্দ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন