পৃথিবীর
একদিন (২)
Akazadbasu
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124
Ticket # 72255
Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp
Grameenphone Ltd )
আলিঙ্গন বন্ধন ছেড় প্রাণের
প্রেয়সী কি !
আলো কি হাজির?তারা পেরেছে
কি একে অপরকে
তাদের বন্ধন থেক মুক্তি দিতে
!
চিরকালের চিরসঙ্গী যুগ যুগ
ধরে তাদর এ বন্ধন,
শপথ করে বলছি
ওগো তোমায়,
বেলায় আসিব ফিরে,
তোমার কোলে ৷
তাদের অমৃত ভালবাসার দৃষ্টান্ত
অপূর্ব,
তারা দুজন কতই না সুন্দর!
এই চিরন্তন সত্য অন্য কিছুতে নয়,
না, তন্ন তন্ন করে দেখেছি
আর কাকেও খোঁজে পাচ্ছি না ৷
এক সময় একটু আঁধার অপসারিত
হল,
এ বিচ্ছেদ জ্বালা একে অপরকে
কিভাবে ডাকছে!
কোন্ ভাষায় তারা একে অন্যকে
কি বলল,
অন্ধকারের সবাইকে বিদায় সম্ভাষণ
জানায়ে
বলল, আবার দেখা হবে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন