মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

পৃথিবীর একদিন (১)



পৃথিবীর একদিন (১)
Akazadbasu
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )
পূর্ণ অন্ধকার
আলোর একমাত্র প্রেয়সী,
না আঁধার এখনও যায় নি
কালোমূখী লক্ষ্মী,
তোমাতে দেখা যায় চন্দ্রমূখী ফুলের অসংখ্য তোরা,
ডাক শুনা যায় পাখীর আর পোকা মাকড়ের ৷
ঈষৎ আলো চন্দ্রমূখী স্নেহমাখা মূখ অপেক্ষা তার ,
কত না সুন্দরী তবুও তাদের ভালবাসার পাত্র কিনা!
তবুও সীমাহীন ভালবাসা,
তা বুঝা যায় কেবল অন্ধকার রাত্রে শুনা শব্দে?
তবুও অনেকে বিভোর ভালবেসে নাক ডাকে,
ঘুমে গভীর প্রেমে বিমূঢ
আজ তার আগমন  ভিন্নবেশে
এত আকর্ষণ মনোরম দৃশ্য,
ঘুমন্ত যারা প্রিয় তদের সে-ই
জাগ্রত হয়ে এক নজর  সুন্দরীকে দেখার স্পৃহা নেই ৷
তার চেয়ে আরও বেশী আরাম নরম বিছানা!
ওহে পারি না তোমায় বলতে তার আজকের নতুন সাঁজ,
ঝিকিমিকি চকচকে কাপড় পরিধানে,
বিশুদ্ধ বায়ুর আনাগোনা ৷
তার সৌন্দর্য উপভোগ করার মত
নাই বৃষ্টি স্নিগ্ধ কোমল ঠাণ্ডা হাওয়া,
এ মনোরম দৃশ্য দেখার জন্যে যতই ডাকে
তার সৌন্দর্য দেখিবার তরে,
সর্বস্তরে মানুষ জাগ্রত হয়ে তৈরী হচ্ছে ভিন্ন পোষাকে
সত্যিই কি তারা তাকে ভালবাসে?
না কি প্রভাত থেকে তাদের কিছু নেওয়ার আছে?
ঐ সময় সে তাকে উজাড় করে বিলিয়ে দেয়,
তার উদারতা সৌন্দর্য আশ্চার্যের কিছুর যেন কমতি নেই ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন