বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

পিতা কালাম’ জন্ম কালো (৩৩)



পিতা কালাম’ জন্ম কালো (৩৩)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

গর্ব নাহি মোর কবিতার ছন্দে ছন্দে
বাধ্য হয়ে তিক্ততায় করি এ বর্ণন,
মানবের কল্যাণে করি উপস্থাপন
মোর ইতি কথা তাতে নাহি যে দেবতা ৷

আহমদ নামের বদৌলে যদি হয় ,
প্রতিশ্রুত ব্যক্তি আহমদ  ঈসা মসি;
তবে মরুতে ছিল আরও সাতজন
তারাও যে হতে পারত বিশস্ত জন ৷

কেন ভবলোকে কৃষ্ণ মোর বাল্যনাম?
জানি কৃষ্ণ বাসু শত লক্ষ ধরণীতে
বিদ্যমান, কি তাতে এমন নুতনত্ব
বিশ্ববাসীর তরে যা হয়েছে সম্পাদ্য ৷

যে-ই হাসে লে-ই কাঁদে ভবের খেলায়,
হাসি আর কান্না মিল মিশে ভবলীলা;
নিদর্শনে যদি নাহি থাকিত দর্শন,
সে দর্শনের কি বা মূল্য থাকত তবে?






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন