আমার কথা দ্বিতীয় খণ্ড – (১০)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124
Ticket # 72255
Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp
Grameenphone Ltd )
রূহ
রূহ বধূয়ার সাঁজে সাঁজিয়া হৃদয়
কোণে রহিছে লুকাইয়া দেখ ঘোমটা
খুলিয়া, হে মানব!তোমার হিয়া মাঝে
আছে যে লুকাইয়া, বধূ সাঁজে সাঁজিয়া ৷
যদি নাহি পাও দেখিতে তারে, কল্পনা
কোথা হতে আসে!রয়েছে সে বধূসাঁজে
সাঁজিয়া, তোমারই হৃদয়ের গভীরে ৷
তারে লয়ে বিলাওরে প্রেম ভালবাসা
মানবের তরে, ওগো মানব কল্যাণে
রূহ মোর পতি, রূহ মোর পথ সাথী
রূহ বিনা নাহি সঙ্গতি, নাহি
নিস্কৃতি,
বধূয়ার সাঁজে সাঁজিয়া রইছে মন
কোণে, পূর্ব আলো রূপে অরূপ দীপ্তি ৷
দেখ, ঘোমটা খোলে তারে বধূর সাঁজে
রইছে লুকাইয়া তোমারি হিয়া মাঝে
৷
রূহকে ঘরের বধুর সাথে তুলনা করা
হয়েছে, সময়ে সে ঘোমটা পরিধান করে চলে যায় আবার আসে৷ তাতে মানুষের কোন ক্ষতি হয় না
৷ কারণ অন্যান্য জীব এ রূহ ছাড়াই বাঁচতে পারে ৷ সুতরাং সৃষ্টি জগতে সে স্বাধীন
সত্তা, একমাত্র আল্লাহর মূখাপেক্ষী ৷বিশুদ্ধতা অর্জনের মাধ্যমে তার মানে শুদ্ধ নফস
দ্বারা তাকে উপলব্ধি করাই একমাত্র পথ ৷মানুষ যদি অন্য জীবের মত হতো তার মাঝে
কল্পনা কোথা হতে সৃষ্টি হয় ? অনেকেই আত্মাকে বিশ্বাস করে না ৷ তাদের জন্য রূহ আবার
কি?হৃদয়ের গভীরে যেচিন্তা নিজকে মুক্ত করার জন্যে উহাই বা কি? কেনই বা আত্মশুদ্ধি?
আবার প্রত্যেক ধর্মে আত্মাকে স্বীকার করেছে ভিন্নরূপে ৷প্রেম ভালবাসা কোথা হতে
আসে? ধ্যান মগ্ন হয়ে প্রেম ভালবাসা মাবের তরে বিলিয়ে, নীতি বাক্য প্রচার করাই কি
ধর্ম ? মানুষের হৃদয়ে কে এই অনুপ্রেরণা যোগায়? যদি বলেন প্রকৃতি, তাহলে বলুন যে
প্রকৃতিরও শক্তি আছে ৷অথচ আল্লাহ প্রকৃতি এসব উপাদান সৃষ্টি করেছেন মানুষের
কল্যাণের নিমিত্তে ৷ একথা আগে চিন্তা করতে হবে যে , প্রকৃতির এমন কি বস্তু
বর্তমান, যার কোন ধর্ম নেই ? কে এই সব তৈরী করল? প্রথমে রূহকে বুঝার চেষ্টা করুন
এবং বিশ্বনিয়ন্তা একজন নিশ্চয়ই আছেন তা মনে রাখুন ৷এ ব্যাপারে পরবর্তী অধ্যায়ে
আলোচনা করার আশা রাখি ইন্-শাহআল্লাহ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন