মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

লেখা আগায় না



লেখা আগায় না
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
লিখতে বসে লিখা আগায় না,
মন বলে, ‘কিছুই লিখার জন্য খোঁজে পাই না’ ৷
মনের আশাই গান গায় না,
হৃদয় কিভাবে জানাবে তার দুর্দশা!
মনজ্বালা বুঝিবে না কেউ,
এই কি মনের ঐ বক্র বেদনা ?
যদি পারতাম একেবারে না লিখতে,
চায়ের ষ্টলে বসে আছি হঠাৎ দেখি!
নম্র গলার সূর অঙ্গ ভঙ্গি উপভোগ করি
এ তুমি কি ! আসল জানি না তবে হৃদয় ৷
দেখেছি যে তার চোখের পলক পড়া,
সে মধুর আনন্দময় ফিস ফিস সুর ৷
মৃতপ্রায় হৃদয় হঠাৎ উঠে জেগে,
চা পান করি উপভোগ
হাসিমনে যাই চলে দূরে ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন