রবিবার, ৬ জুলাই, ২০১৪

কুহকিনীর ডঙ্কা (১০)



কুহকিনীর ডঙ্কা (১০)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

মানুষ ভাল লেখকের কথা, উপন্যাস ইত্যাদি পড়ে ৷ ইহাতে আনন্দের সাথে শিখার বিষয় বস্তু থাকে ৷ আর কুহকিনীর ডঙ্কা নামক গল্পটি উপন্যাস ও নয় বরং মনবেদনা থেকে উৎপন্ন বেশ কয়েকটি স্মৃতি যা নিজেকে আলোড়িত করেছে ৷ ইহা অবশ্যই এক ডাইনীরূপী মানুষ কি ভিন্ন জাতি জানি না তবে মানুষ রূপ কল্পনা করা হয়েছে ৷ ডাইনীরূপী কোন জাত থাকলে অতি সাবধানে পুরুষদের চলতে হয় ৷ তারা এমন এক জাত নিজ পুত্রসন্তানও বলি দিতে পারে ৷ প্রয়োজনে আপনাকেই পাগলা গরদে রাখতে পারে ৷ তারা পারে না কি? তাদের গোপন তথ্য কখনও তাদের কাছে সরাসরি বলতে নেই ৷তার ফল হয় উল্টো ৷
মানুষ দুয়ের সংমিশ্রণের ফল বিশেষ ৷ ভালটাই মানুষের গুণ ৷ ডাইনীর ছেলে মেয়ে রাক্ষস না হলেও তাদের গুণে গুণান্বিত ৷ এমনই বিশেষ ডাইনী নয় তবে কম কিছু ভাববার উপায় নেই ৷ তার কঠিন মায়াজাল থেকে বের হওয়া কঠিন ব্যাপার ৷ ‘ও মা আমি চা নিয়ে আসি’ আর উল্লেখ না করে মানুষ মানুষই হোক এ আশা নিয়ে অনেক পথ অতিক্রম করে শেষ পথেও যাত্রা শেষ হয়নি ৷
তবে একবার জীবিত ডাইনীর গর্ভ হতে বের হতে পারলেই ‘রক্ষা কবছ’ বলা যায়  ৷ রক্ষা কবছে ও ভাল ও মন্দ আছে যা সাধারণ এর কাছে থাকে ৷ যতক্ষণ ডাইনীর সাহচর্যে থাকবে ততক্ষণ তার বৈচিত্রময় কর্ম বিবেক বাধা দিলেও ডাইনীর আশা ছোঁয়া সেইগুলি অপকর্ম বলা যায় না ৷
এতটুকু পথ অতিক্রম করে বিবেক বুঝে শিখে সে অন্যায় কাজ করছে ৷ রক্ষা কবছ এমন এক কবছ যা ডাইনীর হাত থেকে মানুষকে রক্ষা করে ৷ নিজেকে রক্ষা করতে পারলেই জীবনের সাফল্য অর্জন করা যায় ৷
মনে রাখতে হবে পুরুষের চেয়ে বেশীরভাগ ক্ষেত্রে মেয়েদের তড়িৎ বুদ্ধি প্রখর ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন