গুনগুন সুরে
গান
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124
আজ আমার বড়ই ইচ্ছে করছে
গুন গুন শব্দে গাইতে গান
ভালবাসা কাকেও করা যায় না
দান
তোমায় দেখে শিখেছি এই উপ্যাখ্যান
৷
মহান যিনি তার ভালবাসা প্রেম
বিনা সঃশ্রবে তাইতো ভালবাসলাম,
তোমার দেখা বিনা মন গেছে বেদনায়
ভরে
বলতে পার তুমিতো চিরকালের
জন্য আবদ্ধ ৷
এ যে নিত্য অসাধারণ প্রেম
যিনি করে দান
তার প্রেম কভু হয়না শেষ
বিরহে বেড়ে উঠে দ্বিগুণ মনের
জ্বালা
সেই অন্ধ প্রেমের নেই গো শেষ
বেলা ৷
আমি তোমায় ভালবাসি
তোমারে ভালবাসিয়া আর কতরে
ভালবাসিলাম
তারা প্রেম জগতে কত মহান
আনন্দ আমার আমি তোমায় তাদের
সাথে পেলাম ৷
যদি বিশ্বাস কর বা নাই কর
আজও দেখিনি তুমি কে?
ধরে নিয়েছি যা হোক তা
তাতেও নেই অনীহা স্পৃহা ৷
আমি তোমায় ভালবাসি
তোমারে ভালবাসিয়া আর কতরে
ভালবাসিলাম
তারা প্রেম জগতে কত মহান
আনন্দ আমার আমি তোমায় তাদের
সাথে পেলাম ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন