শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

পৃথিবীর একদিন (৩)



পৃথিবীর একদিন (৩)
Akazadbasu
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

সর্বত্র পাখিদের গুঞ্জন আর কোলাহল,
কেহ গান গায় আবার কেউ ডাকে ৷
ভারতীয় পাখি (হাঁডিকুঁডি পাখা লালকিন্তু কালো
পুকুর ধারে  জঙ্গলে বাস করে
অথবা সামান্য ঝোপঝাপে ৷
বাংলাদেশে হাঁড়িকুঁড়ি বলে জানি;
কালো কিন্তু পাখাগুলি লাল ৷
রাত্র তারা একে অপরকে ডাকে,
একজনে বলে হুতুম অন্যজনে নিতুম ৷
প্রকৃতি কারও জন্যে এতই কূতজ্ঞ
আবার কারও জন্যে এমনি নিষ্ঠুর ৷
এই পাখিগুলো তাদের ভাষায় কথা বলে,
এমন রাতে কখনও  সময়  তর তর কাঁপে ৷
কম্পনে রাত্রের প্রেম ভালবাসাকে বেদনায় পরিণত করে,
বৃদ্ধ এবং সুস্থ কুসংস্কারে পড়ে মৃত্যু এ এলো ভেবে
ঘুম তাদের বর্জন করেছে ৷
অমূলক কারণে তারা কষ্টে ভূগে পথিবীকে ছাড়তে হবে;
সেই কারণে হাঁড়িকুড়ি নামক পাখিগুলি এসেছিল,
ডাছিল হুতুম নিতুম ৷
রাত্রে বেলায় যত অঘটন হয়তো কেউ চিরতরে বিদায় নিয়েছে ৷
এ ঘটনা তার আত্মীয় স্বজন চর্তুপাশে অবলোকন করছে,
এটি অতি ভয়ঙ্কর দৃশ্য
সে তোমার জন্য কি করতে পারে!
দুঃখে দুচক্ষু মোছন করছে মনে বলছে
আমি এখনও  তোমায় ভালবাসি ৷
তার অনুভূতি তাকে কাঁদাচ্ছে,
বিদায়ক্ষণে জানাল ‘আমি তোমায় ভালবাসি”৷





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন