শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

শয়তানের ডায়েরী নয় তবে (১৬)



শয়তানের ডায়েরী নয়  তবে (১৬)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?
“হ্যঁ, সাহেব বড়ই বিপদে আছি,”
‘যেমন:-?
“পূর্বেকার দিনে নূহ (আঃ) পুত্র  কেননের কথা বললে মানুষ শুনত ৷  শয়তানের ডায়েরীকে স্বাগত জানাত ৷ আজ সেই নেছার  উদ্দীন শাহ বা শর্শিনার হুজুর নেই, শয়তান সত্য তো বলে না, যদি বলে সে হবে নিশ্চিত পাগল ৷ প্রথমে একটু আশা ভরসার উন্নতির  কথা বলি যা জনসাধারণের  উপকারে  আসবে ৷ কথাটা হল  পাগলে কি না বলে ছাগলে কি না খায় ৷ আমরা একজনকে চিনি যিনি মানসিক অসুস্থ বা আংশিক সুস্থ ৷ সে দিন কে যেন বলল উনার কথা আপাততঃ যত পার কম হজম কর না হয় বিকারগ্রস্থ অবস্থায় পড়ে অতি কষ্টে মরতে হবে ৷ তবে উপায় সেই বাপদাদার আমল, কই কিছুই তো হয়নি ৷ আশেপাশে দুচারজন পাওয়া যাবে লোভী তারা  কেউ প্র্রকৃত নন  ৷ যত কম বলবে তত তুমি স্বাস্থ্যবান সুদৃঢ় ও সুঠাম হবে ৷ আর সুঠাম হলে আল্লাহ তোমা মাঝে রূহ সঞ্চার করবে আর এখানে ইহার অর্থ হল  জ্জ্ঞান  দান করবেন ৷ ফলে শান্তি  ভোগ করবে কারণ  তোমার জায়গা জমি প্রতিপত্তি  কিছুই যায় নি ৷ এককালে আমিও পাগল ছিলাম ৷ এখনও সত্য বললে যারা তাতে তারা আমায় পাগল বলে আখ্যায়িত করে ৷  ভাবলাম লিখাটাই উত্তম ৷ সব জ্ঞানীরা  তাই করে ৷ আমি শয়তান হলেও মানুষের কষ্ট যণ্ত্রণা দুখে দুখে মরণ যন্ত্রণা সহ্য করতে পারি না ৷ আমার কথা কম লিখলে উহাকে গলাটিপা বলে না বরং গলাচাপা বন্ধ বলে ৷’
‘এতক্ষণ আপনার আমার কথা বলেছি, পুরাতন কাহিনী  কেউ  শুনবে না আবার একটু অশ্লীল হলে তাও  পছন্দ করে না ৷ কালকের ঘটনা কোন এক  মিড়িয়ায়  আমাকে একটি ক্রীমের নাম ও পদ্ধতি বলার চেষ্টা করছিল হঠাৎ কোন ভদ্রলোক আমি দেখার আগেই তা সরিয়ে নেন ৷ ছোট দুটি কথা, দুই যুবক খুবই সুন্দর লুত (আঃ) ঘরে প্রবেশ করতে দেখে যারপরনাই সুখ ও তৃপ্তি নিয়ে দুবৃত্তরা তাঁর ঘরে প্র্রবেশ করলে তিনি বললেন, আমার মেহমানদের বেইজ্জত করো না বরং তোমরা আইন অনুসারে আমার উপযুক্ত দুই কন্যাকে বিবাহ কর ৷ চোর ধর্মের কাহিনী শুনে না ৷ লুত (আঃ) স্ত্রী সম্ভবত ঐ ক্রীমের ব্যবহার সেইযুগেও জানত ৷ আগ আর পিছ যখন সমান তালে চলে তখনই আমার বাহাদুরী ৷ সেটা না হয় গেল আপনি আমাকে দিয়ে আর কিছু বেশী বলার চেষ্টা করলে অনেক স্থানে আপনার জায়গা হবে ন৷ তবুও আমি যে ‘শয়তান নয় শয়তান’ ৷ বুড়ো হয়েছি জানি না কিয়ামত কবে আসবে ৷  আমার প্রপৌত্রের প্রপৌত্রের কন্যা বেশ লম্বা দেখে আমি সবার সামনে কান্না শুরু করি আর বলি আমায় কেউ দেখতে পারে না ৷ তবে কিছু মাদক আসক্তি জাতীয়  অভ্যাস করলেও একটু শয়তানী কান্না আসে ৷ এ ভাবে দু মেয়ে মায়া কান্নায় বশ করে নিয়েছি আর ছোটটা দিয়ে রাতের সুস্বাদু আহার যোগাড় করি ৷ আমার বড় সাফল্য হল বড়টাকে রাজরাণী করেছি যদিও আফ্রিকার অধিবাসী ৷ তবুও এ উত্তম ব্যবস্থা ঐ দেশের সর্বত্র কায়েম করতে পারলে পৃথিবীর ধনী রাষ্ট্রের মত অঙ্গরাজ্যে থেকে আর এক রাজ্য রোগ ছঢ়ায়ে দিতে অসুবিধা হবে না ৷ যদি কেউ গোপন ক্যামরা ব্যবহার করে আমার এই রোগের কারণ জানতে পারে তাতেও অসুবিধা নাই, কারণ আমার যা বা যাহা অর্জন করেছি তা ঢের সংসার চলার জন্য্ ৷”
শয়তান নয় তবে লিখে এলোমেলো কি লিখব ?
“’ইয়া ক্বাইয়্যুমু (হে চিরস্থায়ী)’ প্রত্য্যহ সকালবেলা এই  নাম পড়িলে  অতি নিদ্রা দূর হইবে ৷”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন