মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

পৃথিবীর একদিন (৮)





পৃথিবীর একদিন (৮)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124,

স্ত্রীলোকটির একে একে বারটি কন্যা,
তারই মাঝে ভালবাসার দিন শীতকন্যা অনন্যা
ক্রিকেট খেলা কে না ভালবাসে !
ক্রিকেট খেলোয়াড় তো বটেই করে বরণ
শীতদিনে সেই সুন্দরীর ঝলক  ঝর্ণা ৷

খেলোয়াড়ের জন্য্য কত না সুন্দর শীতদিন কন্যা!
কেনই বা ভালবাসবে না তারে সচেতন মনা,
কন্য্যার নেই ঘুম সারাদিন যদিও খেল কুলকন্যা;
তার মাঝে কারো ক্লান্তিবোধ খোঁজে পাবে না;
সেই শীতদিন কন্যা শীতের আরশি কন্যা ৷

হেতু কি জানতে শক্তি যোগায় পবন রমণী,
ফুটবল এমন খেলা খেলোয়াড়দের মাঠে ধাবন 
ক্রিকেট খেলা সবার পছন্দ চাপ চালানা,
সুন্দরীর চাপ জড়ানো শরীরে  দেয় ঝলকানো 

প্রভাতে পথচারী হাটে শীত কণকণা,
অনুশীলন  দেখে দান করে শীতকন্যা উত্তেজনা;
কেউ নাচে নাচে ধাবমান মূখ যেন ইন্দ্রজাল লাবণ্য,
সত্যি শীতকন্যার আলো দ্বিধাহীন ভিটামিন৷

বাংলাদেশ হল সেই রমণীমাতা শীতকন্যা
পৌষ মাঘ মাস শীতকাল বয় শীত বন্যা;
যত সরগরম  অনুষ্ঠান জানায় তাদের অভিনন্দন,
জড়পাকায়ে হয় তাদের আত্মার মনোহর বন্ধন ;
কেবল খেলোয়াড় নয় শীত শীতকাল পরাক্রান্ত ৷

  দেশের শীত তো শীত নয় উপযোজন বিধান,
নুতন কি পুরাতন সবাইকে একত্রে করে সজীব সচেতন;
সারাদিন  ক্রিকেট  খেল আনন্ন্দ কর হবে না হয়রান;
কন্যা সে কেবল খেলোয়াড় নয় সবার তরে মনমুগ্ধ মন্থন     

কেবল সেইকন্যারে লয়ে ক্রিকেট খেল হও সর্বদিক বিচক্ষণ,
কোন কালে কোথাও পাবে না এমন আনন্দময়ী শীতলক্ষ্মী কন্যা;
কোনকালে ভাদ্র্রে তার সাথে তুলনায় সে যে অতুলনীয়,
বাগান মালিকের কাছে যদি আস একবার হবে ভীষণ পছন্দ;
একি যে আনন্দ তোমারে জড়িয়ে ধরেছে এ দেশের শীতকন্যা ৷

ওহে সকল ক্রিকেটার মালিকের সান্নিধ্য্যে একবার  আস না
এমন  বিশ্ব সুন্দরী পৃথিবীর কোথাও পাবে না,
কেবল  এ দেশেই  জনম  জনম  কন্যার  নিবাস
আজ তোমাদের সৌন্দর্য দেখার নিমন্ত্র্রন আমার শীতকন্যার ৷

                                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন