বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

শয়তানের ডায়েরী নয় তবে (২০)

শয়তানের ডায়েরী নয়  তবে (২০)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?
হ্য্ সাহেব রমজান মাস তো একটু কষ্টে  বন্দনটা একটু ডিলা করলে ভাল হয়।
জানেন সাহেব আজকাল আমার তেমন কাজ নেই । কারণ কি?
আমার ছোট ভাই আনেক বড় হয়েছে। সে নিজে নিজে এমন কাজ করেছে ভাবাও যায় না।
বহু দেশে আইন করেছে পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে! আবার মহিলা মহিলাকে বিবাহ করতে পারবে। আমার একটু লজ্জা লাগছে ।
আগে নিয়ম ছিল ইস লামে যুবতী মেয়ে পিতার কাছে আস তে নি ষেধ ছিল না।
আমার ছোট ভাই বেঁচে থাক।
কেন?
সে কি না এম্নন কাজ করবে ভাবতেও পারিন! অতি লজ্জার বিষয় এই যে বাপ বেটি্র
সম্পর্ক অতি গোপনে বলি চরমে।
কারণ কি?
মা যদি স্বামীর কাছে দুর্বল হয় তখন সে এই অবিচার দমন করতে পারে না।
যুবতী মেয়ে পিতার সাথে রাত্রি যাপনে কিছু হয় না এ কথা ঠিক নয়।
আমি যদি ইসলামের কিছু হতাম তাহলে এখন থেকে যুবতী মেয়েরা পিতার সামনে পর্দা করবে। আর বৃদ্ধ ও অসুস্থ হলে তবে সেবা করা যাবে কিন্তু এ কথা মানবে কে?
ভাই আমি এন্টি-খৃষ্ট আমার কাজ এ ভাবে প্রথমে পরিবারে যুদ্ধ শুরু করা, তাই আপনার কথায় রাজী হতে পারলাম না।
পারবে কারণ গোপনে হেকিমি ঔষধ তৈরী হছে।
ঝোঁকের মূখে লবণ দিলে যা হয় তোর ঔ মূখে একটু ল্বণ দরকার।
আজ এখানে ইতি।   


ইয়া সালামু “ পাঠ করিলে রোগ দূর হয়।

বুধবার, ১৭ জুন, ২০১৫

ওহে আমার পরী and oh my fairy.

Oh My Fairy  ওহে আমার পরী
Akazadakbasu
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124)
Lt no. 11748286 11677388


Oh. My fairy said something what carry,
Did I not understand it at all very sorry?
No matter I was worried for to borrow.
How lost a beautiful fairy’s land!

Ye be believe or not what said yesterday
Dancing twisting not so twist but need
That’s ye to make the best for
Simply I like to hear a tone rhythm.

But it astonish me written thing lost
And lost can’t be found but I repent.
Ye don’t be lost but do your best array;
Let be continued for to see its tarry.

            

          ওহে আমার পরী 
   আবুল কালাম আজাদ বাসু
    
ওহে!আমার পরী কি যেন বলেছ করতে,
আমি কি তা বুঝেছি তার সব দুঃখিত?
বিষয় তেমন কি অবশ্য ধার করে আনার চিন্তাছিল,
আমি তো সুন্দরীর পরী দেশ কোথায় ভুলে গেছি!

গতকাল যা বলেছ তুমি বিশ্বাস কর আর নাই কর;
নাচ হেলিয়া দুলিয়া কিন্তু তত নয় তবে প্রয়োজন হলে;
ঐটা দরকার অতীব মন জয়ের সেটাই ভাল কর,
আমি নয় সবাই গানের সুরকে ও
ছন্দকে শুনতে ভাল বাসে,
আমি আশ্চার্য্য হয়েছি লিখা গানহারায়ে তবে পাব না;
সেইজন্য আমি অনুতপ্ত।
(ওহে পরী) তুমি হারাইও না ভালই প্রদর্শন কর,

আমি তা দেখার জন্য অপেক্ষায় থাকব।

শুক্রবার, ৫ জুন, ২০১৫

আমার কথা দ্বিতীয় খণ্ড–(১৮)

আমার কথা দ্বিতীয় খণ্ড–(১৮)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124



           পার্থিব আকাশ 
হাছবী রাব্বী জাল্ল্‌াল্ল্লাহ,মাফি কলফি
গাইরুল্লাহ,জনজনার তুমি জান
গোপন খবর , তোঁমার সৃষ্টি মাঝেই
ডুবে আছে অণুসকল , করেছি পণ,
তোঁমারি গান গাহি সারাক্ষণ জনম
জনম , আকাশ হতে যে অবতরণ !
এ হাদীছে কারও জন্যে হয় মরণ ,
তুমিই জান সবার গোপন খবর ,
আকাশে জন্ম আমার,বাস-বে যে তাই ,
জন্মেছি আমি পিতাখোদা নামে আকাশে ,
প্র্রকাশ হয়েছি তোঁমারি নামে সর্বত্র
হাছবী রাব্বী জাল্‌ল্ল্লাহ,মাফি কল্‌ফি
গাইরুল্লাহ, তুমি হৃদয়ের চালক,
লা ইলাহা ইল্লাল্ল্লাহ,এক আল্ল্লাহ
আল্লাহই মানুষের ভেতরে অনুপ্রেরণো দান করেন, গোপন সবকিছু আল্ল্লাহ ছাড়া অন্য কেউ জানে নাকবিতার লাইন কয়টাতে হাদীছেরই অংশ বিশেষ আকাশ হতে অবতরন’, এর স্বার্থকতা বেশী ফুটিয়ে তোলা হয়েছেসেই কথাগুলো বাস-ব এবং ধ্রুব সত্য বিধায় এ রচনায় আরও বেশী উৎসাহ জোগিয়েছেকেউ এ হাদীছ প্রমাণ করতে না পেরে নিজস্ব মতবাদ প্রচার করে আত্ম মরণ ডেকে এনেছেকথাগুলো আধ্যাত্মিকভাবে প্রমাণ সাপেক্ষে বলেছি যে , মানুষ জন্ম নেয় আকাশে তার মানে, সেই আকাশের জমিনেপরবর্তীতে সে- ই ব্যক্তিকে মাতৃগর্ভে সংযোগ প্রদান করা হয়ভিন্ন পথ গমণে আমার জন্ম বাস-ব আকাশেআর তার প্রমাণও এক দার্শনিক রেখে গেছেন ; যার উদ্ধৃতি ভাবীবাণীতে বিদ্যমানআর প্রথম খন্ডে তার উল্লেখও রয়েছেআমার নামই পিতা কালাম আকাশবাহিনীতে তার নজির রয়েছেআল্লাহ ছাড়া অন্য কারও প্রশংসা করা যায় না, যতটুকু প্রশংসা করলে একজন মানুষ জীবিত থাকতে পারে ততটুকু প্রশংসাই বাঞ্চনীয়অত্যধিক প্রশংসা মানুষের অপমৃত্যু ঘটার সম্ভবনা এবং ধর্মের ক্ষতি সাধন কবতে পারে 

ড্যাডি ওয়ার্ড বরণ্‌ ব্ল্ল্যাক
জাতের কথায় যত দ্বন্দ্বের প্র্রবৃত্তি,
নিঃস্ব মানব জ্ঞান বিনা পাবে না মুক্তি
তাঁর কুদরত নামীয় রাজ্য বা জ্ঞান
যেথায় সৌরভে জ্ঞান বৃক্ষের উৎপত্তি
প্র্রলয় হবে না কভূ আল্লাহর জ্ঞান ,
আজ্ঞা বলে আখ্যা তাঁর অন-ঃশূন্য প্রজ্ঞা
পুস্পের হবে না যে মৃত্যু যদি তা  হয় ,
তাঁর অন-ঃশূণ্যের প্র্রজ্ঞার মধ্যমণি
মুসলিমদের মাঝে কিছু কিছু মত পার্থক্য বিদ্যমানতাতে ভবিষ্যতে কোন নবীর প্রয়োজন আছে বলে মনে হয় নাঅন্যদিকে জাত, বেজাত ইত্যাদি নিয়ে অনেক কথাই শুনা যায়মানুষের আবেগের বশে অনেক কিছুই বলেএমন ঘটনা পূর্বেও ঘটেছেফলে নবীজী বলেছেন যে তোমরা নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি কর নাপ্রকৃত অর্থে আল্লাহর সমকক্ষ কেউ নাইসুতরাং জাতের কথাই আসে নাআবার বেজাত কি ? বেজাত  অর্থই আবারও আল্লাহর ঐ গুণাবলীসুতরাং যেথায় আল্লাহ আছে সেথায় তাঁর গুণাবলীও বিদ্যমানপ্রলয় হবে একমাত্র সৃষ্টির তার অর্থ সৃষ্টিকে রূপান-রিত করা হবে নিরাকারেতখন এক আল্লাহই আল্লাহ ছাড়া আর কিছু তো নেইএরূপ হওয়াটাকে  অনেক সাধক আজও না বোঝে পানিচক্র এর মত পূনঃজন্মের কথা ভাবছেনজ্ঞানই শক্তি বলে প্রমাণিতমানুষের ঠিক বিপরীত দিকটা চিন-া করলে দেখা যাবে রূহের মধ্যমণি সৃষ্ট সূক্ষ্ণ নফস বা আত্মা ; ফলে চিরদিন আল্লাহর প্রতিশ্রুতি মত তারা জিন্দা থাকবে


বুধবার, ৩ জুন, ২০১৫

পিতা কালাম’ জন্ম কালো (৪১)



পিতা কালাম’ জন্ম কালো (৪১)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Lt no. 116773888 11748286 Dhaka

মুগ্ধ মাতন শ্রীহীন সারমেয় মনু
চিরায়ু থাক মোঁর কুটিরে হে মার্জন,
তোমার শোণিত মোক্ষণে হয় শোধন
মোর এ জীবন দীর্ঘায়ু , বিশ্ববিধাতা।

বাঁচিতে চাহি না বিড়াল বিড়ম্বনাতে
যতই পোষ মোরে সাদরে মনোহরে,
নিদ্রায় বিমুগ্ধ হই তোমারঈ কম্বলে,
গরজে এ আনাগোনা ভিন্ন পরিবেশে ৷

নিজ ধর্মে ভণ্ডামি হীন স্বার্থের তরে
ধন্য ধন্য হে শিবো, নিনু ধন পিপাসু
বিশ্ব-ব্যাপী ছড়ায়েছ নিজ ভাব-মূর্তি,
হতভাগা! জুটেছে প্রদত্ত অপ-কীর্তি ৷

বণিয়া ধনকুবের কি বা সাধ্য রুখে
রক্তে রঞ্জিত কৃষ্ণধনু ধনুক তীর,
তোর লাগিয়া কি করেনি তৈরি প্রকৃতি
যাঁর হস্তে ন্যস্ত নিখিল সার্বভৌমত্ব?

যদি হও উদ্যত করতে দ্বন্দ্ব ভবে,
এসো না তবে সত্য পথে মহাগ্রন্থের,
মিথ্যা যদি হয় গো মোর কথন দিব্য
দুদিন পরে দেখবে তারে এক নব্য ৷

ধরবে এ হাল দিশারী দীক্ষক
প্রজ্বলিত হবে দীপশিখা সর্বময়,
কৃষ্ণ হতে পারে কালো তবে বুদ্ধ নয়
ঈসা মসিহ জ্ঞানে মনুষ্যপুত্র হয় ৷