বুধবার, ৩ জুন, ২০১৫

পিতা কালাম’ জন্ম কালো (৪১)



পিতা কালাম’ জন্ম কালো (৪১)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Lt no. 116773888 11748286 Dhaka

মুগ্ধ মাতন শ্রীহীন সারমেয় মনু
চিরায়ু থাক মোঁর কুটিরে হে মার্জন,
তোমার শোণিত মোক্ষণে হয় শোধন
মোর এ জীবন দীর্ঘায়ু , বিশ্ববিধাতা।

বাঁচিতে চাহি না বিড়াল বিড়ম্বনাতে
যতই পোষ মোরে সাদরে মনোহরে,
নিদ্রায় বিমুগ্ধ হই তোমারঈ কম্বলে,
গরজে এ আনাগোনা ভিন্ন পরিবেশে ৷

নিজ ধর্মে ভণ্ডামি হীন স্বার্থের তরে
ধন্য ধন্য হে শিবো, নিনু ধন পিপাসু
বিশ্ব-ব্যাপী ছড়ায়েছ নিজ ভাব-মূর্তি,
হতভাগা! জুটেছে প্রদত্ত অপ-কীর্তি ৷

বণিয়া ধনকুবের কি বা সাধ্য রুখে
রক্তে রঞ্জিত কৃষ্ণধনু ধনুক তীর,
তোর লাগিয়া কি করেনি তৈরি প্রকৃতি
যাঁর হস্তে ন্যস্ত নিখিল সার্বভৌমত্ব?

যদি হও উদ্যত করতে দ্বন্দ্ব ভবে,
এসো না তবে সত্য পথে মহাগ্রন্থের,
মিথ্যা যদি হয় গো মোর কথন দিব্য
দুদিন পরে দেখবে তারে এক নব্য ৷

ধরবে এ হাল দিশারী দীক্ষক
প্রজ্বলিত হবে দীপশিখা সর্বময়,
কৃষ্ণ হতে পারে কালো তবে বুদ্ধ নয়
ঈসা মসিহ জ্ঞানে মনুষ্যপুত্র হয় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন