শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

সত্যের পথে লড়ব মোরা

সত্যের পথে লড়ব মোরা
                                 আবুল কালাম  আজাদ বাসু


সত্য দিয়ে জ্য় করব সৌন্দর্য শোভা
প্রকৃতির আভা যত দীপ্ত মন মুগ্ধকর,
লালসা ললনা ছলনা চাতুরী তোমার
মনমাতানো লোভ কুদৃষ্টিকে করব পরাজয়।

পাপিষ্ঠ তুমি ভূবন মাঝে সৃষ্টি কর পাপ,
অপরের মধুর সংলাপ পরকে জড়ায়ে
কর তৈরি খেলার বর- খেলাপ।
মা চিনে না মাতৃ সদন, পিতা চিনে না জন্মস্থান।

সর্বত্র তালাশ করে কুঁড়ি
বসাতে গানের আসর, মাতা হোতা
পুত্র হন্তা গরীব পেটের দায়ে জ্বলন্ত ভোক্তা,
রুখতে হবে সর্বত্র মাধবীর সেবা অপারগতা।
তুমিও তো ধাত্রীমাতা অবলোকন কর
বর্তমান সমাজের অবক্ষয় কেবল ক্ষিধের তাড়নায়।

সৃষ্টি কর কূড়েঁ ঘর ঠিকানা
করে দাও ঠাঁই আস্তানা
ছোট ছোট প্রকল্প আনবে আভা দীপ্তি,

দেশের জন্য সম্ভাব্য কীর্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন