দেশপ্রেম
একেআজাদবাসু
২১/১০/১৬
তারা যারা
দেশ থেকে
দেশের
বিপক্ষে গাহিছে গান
তারা মুক্তিযোদ্ধা তারাই রক্ষাকর্তা
তারাই সমাজের অধিপতি তারাই প্রাণ.
সুদূর পশ্চিম থেকে মন প্রাণ নিয়ে
এসেছি হব মুক্তিযোদ্ধা গড়ব এদেশ৷
জুনের শেষে দেখলাম কত যোদ্ধা,
পরামর্শ বুদ্ধি সংবাদ আদান প্রদান
সবার সাথে বাবার রয়েছে সম্পর্ক৷
যে ঘরে একমাত্র জাতির পিতার ছবি
রয়েছে সুরক্ষিত এমন লোক কই “না” বলার?
মোদের বাড়ী প্রধান সড়কের সাথে পৌরসভার৷
মোদের প্রায় পাঁচ বাড়ীতে যুদ্ধের পর পর টেলি সংযোগ
আর আমাদের নিজস্ব বন্দুক৷
এক পাঠান পেশোয়ারী বিয়ে করে বাস করতো,
বাড়ী ফিরতো রাত দশটায় ছিল তার ছেলেমেয়ে৷ রাত্রে বাড়ীতে এসে সব বলতো,
পান্জাবীরা গাড়ীর বহর নিয়ে আসতো
প্রায় হিন্দু বাড়ীতে চালাতো নির্যাতন৷
আওরামী অফিস প্রধান সড়কের সাথে
আমাদের দোতলা বাড়ী ওপরে অফিস৷
বড় বহর আসত তখন থাকতো এম পি
মুসলিম লীগ বাবার ভাল পরিচিত বাড়ীর অদূরে৷
মুসলিম লীগ হইয়াও বলেনি এটা আওয়ামি অফিস৷
শেখ সাহেবের ছবি গলায় পরিহিত বড় মালা৷
অথচ রাজাকার রাইফেল সহ টহল দিত৷
বাবা একে একে তিনবার ঐ এলাকার মেম্বার
কেউ সম্মান করে হোক বা ভয়ে হোক
আমাদের কথা কাকেও বলতো না,
কারণ সুশাসন এবং দক্ষতা ছিল৷
তদূপরি আমি রষেছি বাড়ীতে৷
একদিন থানার ওসি আমাকে ডেকেছেন,
বললেন তোমার নামে তিনটা ওয়ারেন্ট;
তোমার বাবার নামেও দুই তিনটা ওয়ারেন্ট ছিল৷
উত্তরে আমি বলেছি তিনি বাড়ীতে নেই,
কারন তিনিও আনসার এর আর্মি কুমিল্লা
থেকে নয়মাস ট্রনিং প্রাপ্ত ইনস্ট্রাকর ছিলেন৷
এসেছি হব মুক্তিযোদ্ধা হলাম হাসির পাত্র৷
ওসি সাহেব বললেন তুমি আমার ছেলে
যেও না, তা আমি দেখবো,আমার জন্যে সবাই চিন্তিত৷
শেষ কালে পিতামাতার কথাও আসলো,
তখম মোহাম্মদ আলী নাম অবসর প্রাপ্ত
নায়েক নাথে সরকারী ডাক্তার বিমল বাবু আমায় বললো,
তোমার উপযুক্ত বোনের দিকে তাকায়ে চলে যাও,
আমার সিদ্ধান্তে অটল দেখে দাদা মোহাম্মদ
আলী অবাক হয়েছেন আরও আমার ভবিবাণী শুনে একেবারই হতবাক৷
আদৌ কী এ দেশ স্বাধীন হবে তখন হয়তো
অক্টোবর মাস আমায় জিজ্ঞাসিলে তাই বললাম
আমার কথা শুনে মোহাম্মদ আলী হতবাক
বললাম জেনে রাখো ডিসেম্বর মাসেই এ দেশ
অবশ্যই স্বাধীন হবে না হয় স্ব দেশেই মরবো৷
আমাদের নিকটে রয়েছে পাহাড় যেখানে
তারা করতে পারবে না কিছু এটাই ছিল আমার বিশ্বাস ৷
Wing Comd. Ops, Barkatullah said you six go and see Bangla is normal.
But out of six five already joined in to parent unit except i.
কোন মিডিয়ায় লিখেছি বলেছি ডিসেম্বরে
এদেশ হবে স্বাধীন ৷ তুমি মুক্তি যোদ্ধা নও কেন?
গ্রাম্য রাজনীতি আমাদের রন্দ্রে রব্দ্রে;
আমি কেন আমার পিতাও নয়৷
আমি হতে চাই না কারণ সে সময়ও
ছিল রাজনীতি, কেউ আওয়ামী, কেউ
বা সর্বহারা ও আবার কেউ সমাজতন্ত্র৷
সেই পাঠান যা বলতো টেলিফোনে তা প্রকাশ৷
সেই প্রকাশে কেউ বা যাদের নাম ইচ্ছাকৃত
সংযোগ গ্রাম্য রাজনীতিতে তারাই মুক্তিযোদ্ধা
আমার বাবা মুক্তিযোদ্ধা নয় একথা বলতে
আমি নই মুক্তিযোদ্ধারা লজ্জাবোধ করবে৷
ওরাই দেশকে ভালবাসে এইই আমাদের দেশপ্রেম৷
ডিসেম্বরে এদেশ স্বাধীন হবে ওয়ার্ড প্রেস এ
নোট পড়লেই হয়তো বুঝবেন আমার ধীশক্তি
তবুও না পাওয়া লিখবার শক্তি আজ প্রখর ৷
একটি সংস্হায় কেউ তিন বছরের অধিক
থাকতে পারতো না আমিই সর্ব প্রথম দশ বছরের
অধিক কাল কাটিয়েছি একি দেশ প্রেমের জন্য নয়?
রাজনীতির কুট এ পড়ে কিছু
পাওয়ার আসা ফরনা ভাই এমনিতে ভাল আছ৷
========================
Tag: If ye could spend money in proper way then one would become a
MUKTIJODDHA.