সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

পারিব না আর

পারিব না আর
আবুলকালামআজাদবাসু
৩/১০/১৬

‘না কথা’ পারিব না আর
মন ভাঙানো অস্থির
চঞ্চল নিঃস বেদনা তুর
মনের দৃঢতাই সফল স্তর।
সকল জীব সূখী হোক
তবে নেই রেহাই সেই অপরাধের,
মৃত্যুর জন্য মৃত্যুদন্ডের।
পারিব না আর বলিব না
কর্তব্য পালনে গাফলতি
একী কথা শুনিলাম কোথায়?
মানুষ সুখী হোক দুনিয়ায়
যাও গীর্জায় যাও মন্দির যাও মঠ
জপ কর নিজ ধর্ম মতে সুখী হও।
পরিহার কর যত অপকর্ম
শান্তির পথে চল জোর করে
কেউ পারে না কারও মন জয় করতে
টাকা ধন দৌলত কিছুই যাবে না সাথে,
একাই জীবন যদি আল্লাহ থাকে পাশে।
আল্লাহ আল্লাহ রবে নিজ ধর্ম মতে সবে
মিলে তাঁরে ডাক সেই ধ্বনিতে
আকাশ পাতাল মুখরিত কর,
সেই পথেই মানুষের মন জয়।
=======================  
Tag: Firm decision increased good will power.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন