শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

ওরে সন্ন্যাস তোমায় দিলাম এবং রূপতরী

ওরে সন্ন্যাসী  তোমায় দিলাম এবং রূপতরী
একেআজাদবাসু
১৫/১০/১৬
ওগো সন্ন্যাসী কোথা হতে এসে সব নারী
সাথে পুরুষের মন জয় করিলা
ন্দিরে হয় না ঠাঁই পা ছুঁয়ে প্রণাম
অমন সুন্দর চেহেরা গঙ্গার পানিকে
হার মানাইছে আমি বাসু অবাক
হইয়া রাঁধারে দিলাম ডাক;
রাঁধা কহিল নাম ধরে বাঁশী তুমি বাজাও,
ওরে রাঁধা বলিব কি আর গঙ্গার পানির
যে আওযাজ ছিল সকালের প্রা্র্থনায়
তাই শুনা যায় O’ Hena there is no god but God তাতেই দুঃখ প্রকাশ করিলা
প্রাতঃকালে যখন সূর্যকে করিল প্রণাম গাহিল
তারই গুণ গান আমি কোন্ রাঁধা নেই স্মরণ
সূর্য কাঁদিয়া কাঁদিয়া কয় আমার এপেক্সর কি হবে?
সে বিলীন হলে সবার মরণ
সবাই চন্দ্রবিন্দু রাঁধাকে কর স্মরণ।

      রূপতরী বিহীনে
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

দিতে হবে আমায় ভবসাগর পাড়ি,
কোথায় ছিল মোর ঘর কোথায় বাড়ী ৷
কোন স্থান থেকে এসেছি ভবে কোথায়
ছিল মোর ঘর ? এত শ কোটি বছর
পর সর্ব যে গেছি ভুলে দেখে তোঁমার
অপরূপ কীর্তি ৷ কিরূপে যে ভুলাইছ
মোরে ! নতশিরে বলি যে আমারি কর্ম
দোষে ভুলেছি আমি এ সরল পথ ৷
জানা ছিল মোর তবুও কেন গেলাম
ভুলে ? কোন্ মোহে ছেড়েছি আমি হারায়ে
নিজ সর্বস্ব ! ভুবনে এসে দেখি ৷আমি মায়া
জালে আমি আচ্ছন্ন ৷ যারা ছিল ভুবনে
পীরানে পীর দস্তগীর তাঁদের কূল
ধরে, ছেড়ে নুর, ছেড়ে নুর পোষাক, তাঁদের
সহজ সহায় সম্বল করে এসেছি যে
মহাসমুদ্র তীরে ৷ দিতে হবে আমায়
পাড়ি ভবসাগর রূপতরী বিহীনে৷
দিতে হবে আমায় ভবসাগর পাড়ি,
কোথায় ছিল মোর ঘর কোথায় বাড়ী !

Tag: To be happy in life is to leave all evil thinking.





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন