রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

পৃথিবীর একদিন (৬)

পৃথিবীর একদিন (৬)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124,

সে এমন এক রমণী
যার রয়েছে ছয় কালো মেয়ে,
আরও ছয়টি  সুন্দরী মেয়ে;
কিন্তু এমনটি  আর কেউ নেই ৷

গণনায়  তারা  কয়জনা,
দেখবে কালো ছয়জনা;
বাকী ছয়জনা সাদা লাল
এমন সুন্দর আর কোথাও নেই ৷

এত সুন্দর কোথায় তা!
হতে পারে না এমন 
নেই আল্লাহর কুদরত্
কল্পনা অতীত সবার,
সেই দেশের লোক কেমন?

সত্য এবং মিথ্যা চলে  সমান্তরাল
ভাল ও মন্দ আছে তথায়;
না থাকলে ভাল বুঝা দায়, 
এরূপে একটি আর একটির পেছনে চলে ৷

আশ্চার্য কেহ কাকেও ধরতে পারে না,
তারা চলে না ঐভাবে সমান্তরাল;
কেউ কাকেও অতিক্রমও করতে পারে না;
কিন্তু  একজন আর একজনের পিছও ছাড়ে না ৷
সদা একজন অন্যজনের পেছনে থাকে ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন