বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪

পিতা কালাম’ জন্ম কালো (৩৬)



পিতা কালাম’ জন্ম কালো (৩৬)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

নহি আমি দত্ত, নহি আমি নজরুল;
দত্তের অনুসরণে নহে মোর কাব্য,
জানে তা যে জন সে জন হয় রে ভক্ত
নিজ ধনরত্ন ভিন্নজনে করে ব্যক্ত ৷

মহাগ্রন্থ নাযিল হয় মরুর  প্রান্ত,
ভাষায় তা আরবীয় সর্বজন প্রিয় ;
ভাষাতত্তে এ মহাগ্রন্থ অতুলনীয়,
আরবীতে এক এক শব্দ বহুমনা ৷

নাহি মোর ভাষা জ্ঞানতত্ত্ব , নহি দক্ষ,
তবুও যে করতে হয় মোর রচন;
এ হেন কেন তাতো বল মোরে সুজন,
ক্ষমা কর গো মোরে বিশ্ব নন্দিতজন ৷

ঊনত্রিশ অক্ষরে রচিত সর্বে কয়,
‘হামজা’ যে আরবীতে কোন বর্ণ নয়;
তবে তা কর সম দুভাগে বিভাজন,
তাতে ভক্ত হবে প্রেমপ্রীতি অনুরক্ত ৷

এ ভেদ মহাগ্রন্থে চৌদ্দ রহস্যপূর্ণ,
জানি না এ রহস্যভেদ কি জন্য;
চৌদ্দ অক্ষর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ,
নাহি কেহ ধরণীতে জানে অনুবন্ধ ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন