শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

বেন ৷”শয়তানের ডায়েরী নয় তবে (১৪)



শয়তানের ডায়েরী নয়  তবে (১৪)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

“না, আমি পুরান কথা    বলে  আপনার  মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারছি    আমি ইংলিশদের  কথা শুনে দুএকটা  শব্দ শিখেছি ৷ আপনি জানেন যে আমি আল্লাহ কি  চায় না জানলেও আগে আগে চলি ৷ পরে দেখা যায় আমি বিশ্ব  খেতাব না পেয়েও বিশ্ব  খেতাবধারী ৷ আমাকে কে চেনে না? এমনও  দেখা যায়  ধনীরা বিরোধিতা করা সত্ত্বেও কাউকে জয় এবং মান অক্ষুণ্ণ রেখেছে মহান আল্লাহ ৷ এতে মোটেও আমি খুশী নই ৷ আমি মধ্যে মধ্যে কৌশলী হই ৷ এবার আমার মেয়াদ শেষ পর্যায়ে কারণ তিনি আসবেন ৷ সুতরাং বেহেস্তে যাবার শেষ মন্ত্রটা বলেই দিব ৷ আমি ইংরেজী বলি “Stop it” দ্বিমূখী তা বলবে না ৷ যদদিও তার হারাবার  কিছু নেই বরং ইতিহাস বরণ্য হবার একমাত্র উপায় ৷ “So be in the tops” এটা আর  একটি লাইন ৷ নচেৎ আমি আগেই চলবো ৷ এই অসৎ কর্ম করাবো ৷ তরপর  বলবো ৷ 1. Stop it 2. Be in the tops, 3. then I would say not stop but make a b৮lack “spot”. আমি জানি কালো ‘Spot’ ছাড়া আমি শয়তান দূর  হই না ৷ আমার প্রশ্ন  কোকিল ভাল না ময়না?”

আজ  আর  নয় ৷  
“তবে কি?”
‘এই নাম “ইয়া হাকীমু’  মধ্য রাত্রে পড়িলে আল্লাহ তায়ালা গোপনীয় বিষয় অপ্রকাশ্য রাখিবেন এবং এলেম বৃদ্ধি করে দেবেন ৷”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন