শয়তানের
ডায়েরী নয় তবে (১৭)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI
Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান
হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে
৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে
তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?
“হ্যঁ, সাহেব বড়ই বিপদে আছি,”
“আজকে যা বলব উহা আমার জন্য অতিশয় লজ্জার বিষয় । তবে কথাগুলি অতি পুরাতন । ইহাকে নুতন
করে উপস্থাপন করা আর ভালকে ভাল বলার অভ্যাস এখন তেমন নাই ।“
‘তাহলে এককালে তুমি সত্যবাদী ছিলে?’
“আলবৎ কি ববলেন
মশাই? আমার চেয়ে প্রিয় দ্বিতীয় কেহ ছিল না ।লে সব কথা বলে লাভ নেই ।আমি দুঃখ পাই ।একটি ভুল করে এ দশা !”
“তোমার একটি ভুল না আরও বেশী তা দেখা হবে “ ।
পুরাণ গল্পটি আগে
শুনাও ।
“গল্পটি আমার নাতির কীর্তি কাহিনী । তবে ইহা আমার জন্য্ অত্যন্ত পীড়াদায়ক বিধায় আমার পছন্দের একটি
গল্প আর একবার শুনতে হবে ।”
‘তাহলে শুরু কর ।‘
“সংক্ষেপে বলব । আমার বংশধর স্বয়ং আমার নাতি আমার সাথে
বেঈমানী করে আল্লাহর পক্ষ অবল্মবন করেছে ।তাতে কি যে দুঃখ পেয়েছি । সব গোপন তথ্য ফাঁস
হয়ে যায় । সেই মূসার যুগের কথা ।আল্লাহর সাথে সরাসরি মূসার বাক্যালাপ দেখে আমায় অস্বীকার
করে মূসার শিষ্যত্ব গ্র্রহন করল ।মূসা বলল
তারপর এক সময় ঈসা বা খ্রীষ্ট আসবে । তাঁকে যেন সালাম এবংএই সংবাদ যেন পৌঁছানো
হয় । আমার নাতির নাম সাদ ছিল । সে যে প্রথম সিজদা দিয়েছিল আল্লাহর নামে প্রায় এক সিজদায়
একশত বৎসর পার হয়ে যায় । সত্যি একদিন ঈসা বা খ্র্রীষ্ট আসল । কথা মত তাঁর কাছে সালাম
পৌঁছালে তিনি (ঈসা) বললেন আমার শেষ ববী মোহাম্মদ (সঃ) আসবেন । যদি বেঁচে থাক তাহলে
তাঁকে আমার সালাম দিও । একদিন মোহাম্মদ (সঃ)
যখন নবুওত লাভ করলেন তখন আমার নাতি মুসলিম
এই সংবাদ দিলেন ।মোহাম্মদ (সঃ) ও একই কথা বললেন
। আমার পরে ঈসা আবার আসবেন ততদিন বেঁচে থাকলে আমার সালাম পৌঁছাইও ।“
তারপর কি হল?
“আমার পক্ষে আর বলা সম্ভব নয় । কারণ এ ব্যাপারে ফেরাস্তারাও
অজ্ঞাত । কেহই কিছু জানে না । যাক অন্যদিন
আমার আর এক নাতির কথা বলব ।
শয়তানের
ডায়েরী নয় তবে কী?
“ইয়া মুহাইমিনু” এই নামম যযিিককিরর ললে সাহল বৃদ্ধি পায়”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন