মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

মমতাজরফিক স্মরণে মমতাজরফিক স্মরর্ণাহ



মমতাজরফিক স্মরণে
আবুলকালামআজাদবাসু
3/3/15
ও আমার খেলার সাথী ময়না !
দেখিলাম তোমায় কান্নার হাসি হাসিয়া,
তোমায় আমি দেখতে যাব না ;
তুমি আমার হৃদয়ে গাঁথা মা ময়না ৷

কত খেলা করেছি তোর সনে,
গান আমি লিখতে পারি না,
দেখব আমি তোমায় দু নয়নে
থাকবে  তুমি চির সাথী হৃদয় মনে ৷

তোমরা দুজন মিলে কর হাসাহাসি,
ও ময়না তোমার শান্তির নিকুঞ্জে;
তোমাদের মিলন মেলায় হবে সাথী,
আম্মা আমার যে ললনা
দেখিও মা আমার ওরে ময়না ৷



মমতাজরফিক স্মরর্ণাহ
আবুলকালামআজাদবাসু
3/3/2015
আজিকার দিনের  কথা যদি নাই-ই লিখি
তোমাদের স্মরণে পুরানো ইতিকথা,
জীবন লিপি মোর রয়ে যাবে খামে
চট্ট শহরে ছিল মোদের একখানা আস্তানা

ছোটকালে খেলার সাথী তুমি মমতায় ভরা
জীবন তেমনি দীর্ঘ সেবায় জন জনা ,
ক্লান্তি তোমায় কখনও  ছোঁয় নি করতে আপনা;
দীর্ঘায়ু তোমার আত্মা পাবে পরম সান্ত্বনা ৷

জীবন একালে দিয়েছ সবারে প্র্রাণঢালা ভালবাসা,
মতিভ্রম তোমার কখনও  ঘটেনি ছিলে অটুট;
জীবনস্মৃতি তোমার তরে হৃদয়ে প্রীতির বন্দনা,
দিলাম ছোট্ট কবিতায় প্রার্থনার একখানা লিপি ৷







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন