শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮


বিরহ শোক
                  Akazadbasu
                  2/5/2017
                                  (১)
           আয়রে খাঁচার পাখি খাঁচায় ফিরে আয়,
     কতকাল নির্জনে বসে কাটাবে কাল?
     যুগ যুগ তোমা না দেখিয়া হারায়েছি
     সব জ্ঞান অন্তঃকরণে তুমি আছ গাঁথা
     খাঁচায় যদি দেখি তোমায় দু-নয়নে
     আবদ্ধ ঘরে বেধেঁ রাখব দু-নয়নের জলে৷
     চিরতরে রহিবে সযতনে নুতন ঘরে,
     আয়রে পাখি আয় ফিরে আয়
     দু-চোখ খুলে দেখ কেমনে কাটাই দিন!
     মনের ব্যাকুলতা যাবে চলে
     যদি তোমায় পাই কাছে নয়নের মাঝে৷  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন