সোমবার, ২৬ মার্চ, ২০১৮

মরণ আমায় ডাক দিয়েেেছেে

মরণ আমায় ডাক দিয়েছে
আবুলকালামআজাদবাসু
   ২৬/৩/২০১৮
 মরণ আমায় ডাক দিয়েছে,
হয়তো নাই কিছু বাকী ।
কত বকাবকি নেই স্বপ্নের ভাষা,
আছে ব্য্ কুলতা মনের আশা ।
জীবন মানে সংগ্রাম আজি নিঃস্ব!      
কোথায় আমার ঠিকানা?
রক্ক্ত্ আমার যদি রহে জীবিত
বাংলার মত ফুটবে সেই ফুল ।======
=======================


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন