রবিবার, ২৯ জুলাই, ২০১৮

সোনার ময়নাা পাখী
একে আজাদ বাসু
২৯/৭/২০১৮
কই গেলা আমার সোনার ময়নাপাখী;
যত দিন ছিলে মনে তত দিন ছিলে মনসাথী ৷
অচিন দেশের অজানা আমার মনপাখী গো
হেলায় কাটাইছি এত বছর ঘর বাড়ী ছাড়ি ৷
তুমি আমার সোনার ময়নাা পাখী
আমি ভাবিয়া মনের কল্পনা কখনও হতে দেব না,
না না না কখনও হবে না কারও সাথী ৷
কেবল তুঁমিই আমার, সবাার সৃষ্টির ঘাট পার হতে
দিতে হবে আমায় তার মনের মণি ৷
তখনি বুঝবিি কো অচিন দেশের পাখী
তুমি কখনও ওয়াদা ভঙ্গ করনা ও প্রাানের
মনসাথী ৷ ===============


tag:-Allah is not sitting idle and deeds are done accordingly by others.

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

ধর্মই প্রাণ


                       ধর্মই প্রাণ
                   একে আজাদ বাসু
                 23 /7/2018
যতই বলনা  কেন এদিক সেদিক মন স্থির,
অনেক জায়গার সংস্কৃিত বিপথে টানে,
সুুপথ কোথায় খোঁজে পাই ?
আসলে যে সংস্কৃিত বলব হায়!
ধর্ম বিণা এ বিপদ রোেগর রক্ষা নাই ।
আসলে ঘন ঘন আকাশকে খোঁজে তাতে জীবন রক্ষা দায় ।
 সুুপথ কোথায় খোঁজে পাই ?
ধর্ম বিণা এ বিপদ রোেগর রক্ষা নাই ।
ডাক্তার দেখল খোঁজিত প্রায় পূর্ণ
অবিশাস্য হলেও সত্য এ তথ্য
যা বলেছি তা যদি নিয়মিত করা হয় তো রক্ষা ।
কোরআনের অপমানে কোন সমাধান নাই,
 সুুপথ কোথায় খোঁজে পাই ?

ধর্ম বিণা এ বিপদ রোগের রক্ষা নাই ।





রবিবার, ২২ জুলাই, ২০১৮

কাক ও খঞ্ছর পাখী

 কাক খঞ্জর পাখী
                   একে  আজাদ বাসু
                     22/7/2018

মন যেে চায়  বলতে ও লিখতে
সব কি পারা যায় শিখতে!
তাই শিখে যে ইহা দেখাইতে,
মনও বলে যে ইহাইেতা া

মন পাখী লো এ কী শিখালা, নাচে তো পাখী!
কাক  শুনেেছিল  আগেে যা তার দ্বিিগুন
ভবি নাচব সুন্দর নাচন লো ওগো নিরানা
এবার দেখাব সব পাখীরে যা তারা জানত না ৷

কাক বলে ওরে খন্জর তুই মেয়ের মতন
পাছা নাচন পাখী যে লােক বলে সুন্দর গঠন
আমার নাচন লাফ দিয়ে পথ চলা কত কঠিন;
মোর বুলি কা কা যেন ভিন্ন ভাষায় মধুর সুরে গান ।=========================
                                   

শনিবার, ২১ জুলাই, ২০১৮

একটি বাংলা মনের গান


একিট বাংলা মনের গান
                              এেক আজাদ বাসু
                             22/ 7/2018

আ রে ও সর্বনাশা ঝড়্ হঠাৎ এসে
কেন আমায় ডুবাইিল, কেন আমায় ভাসাাইলি
আগে ছিলাম কত ভাল, ভিক্ষার ঝোলা হাতে নেওয়াইলা!
আরে ও সর্বনাশা ঝড়্ হঠাৎ এসে কাঁদাইলা!

জীবন তড়িৎ যায় ঘোর অমাবস্যার কোলে
সেই  যদি হত মোর আশা ভরসা  একমাত্র  নেশা!
কাল্ অকালে যেত সর্বনাশার ঘোরে মিছা আশানিরাশা;
কেন সর্বনাশাঝড় আমায় তোমার ইচ্ছায় ডুবাইিল!