সোনার ময়নাা পাখী
একে আজাদ বাসু
২৯/৭/২০১৮
কই গেলা আমার সোনার ময়নাপাখী;
যত দিন ছিলে মনে তত দিন ছিলে মনসাথী ৷
অচিন দেশের অজানা আমার মনপাখী গো
হেলায় কাটাইছি এত বছর ঘর বাড়ী ছাড়ি ৷
তুমি আমার সোনার ময়নাা পাখী
আমি ভাবিয়া মনের কল্পনা কখনও হতে দেব না,
না না না কখনও হবে না কারও সাথী ৷
কেবল তুঁমিই আমার, সবাার সৃষ্টির ঘাট পার হতে
দিতে হবে আমায় তার মনের মণি ৷
তখনি বুঝবিি কো অচিন দেশের পাখী
তুমি কখনও ওয়াদা ভঙ্গ করনা ও প্রাানের
মনসাথী ৷ ===============
tag:-Allah is not sitting idle and deeds are done accordingly by others.
একে আজাদ বাসু
২৯/৭/২০১৮
কই গেলা আমার সোনার ময়নাপাখী;
যত দিন ছিলে মনে তত দিন ছিলে মনসাথী ৷
অচিন দেশের অজানা আমার মনপাখী গো
হেলায় কাটাইছি এত বছর ঘর বাড়ী ছাড়ি ৷
তুমি আমার সোনার ময়নাা পাখী
আমি ভাবিয়া মনের কল্পনা কখনও হতে দেব না,
না না না কখনও হবে না কারও সাথী ৷
কেবল তুঁমিই আমার, সবাার সৃষ্টির ঘাট পার হতে
দিতে হবে আমায় তার মনের মণি ৷
তখনি বুঝবিি কো অচিন দেশের পাখী
তুমি কখনও ওয়াদা ভঙ্গ করনা ও প্রাানের
মনসাথী ৷ ===============
tag:-Allah is not sitting idle and deeds are done accordingly by others.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন