ধর্মই প্রাণ
একে আজাদ বাসু
23 /7/2018
যতই
বলনা কেন এদিক সেদিক মন স্থির,
অনেক
জায়গার সংস্কৃিত বিপথে টানে,
সুুপথ কোথায় খোঁজে পাই ?
আসলে যে সংস্কৃিত বলব হায়!
ধর্ম বিণা এ বিপদ রোেগর রক্ষা নাই ।
আসলে
ঘন ঘন আকাশকে খোঁজে তাতে জীবন রক্ষা দায় ।
সুুপথ কোথায় খোঁজে পাই ?
ধর্ম বিণা এ বিপদ রোেগর রক্ষা নাই ।
ডাক্তার
দেখল খোঁজিত প্রায় পূর্ণ
অবিশাস্য
হলেও সত্য এ তথ্য
যা
বলেছি তা যদি নিয়মিত করা হয় তো রক্ষা ।
কোরআনের
অপমানে কোন সমাধান নাই,
সুুপথ কোথায় খোঁজে পাই ?
ধর্ম বিণা এ বিপদ রোগের রক্ষা নাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন