শনিবার, ২১ জুলাই, ২০১৮

একটি বাংলা মনের গান


একিট বাংলা মনের গান
                              এেক আজাদ বাসু
                             22/ 7/2018

আ রে ও সর্বনাশা ঝড়্ হঠাৎ এসে
কেন আমায় ডুবাইিল, কেন আমায় ভাসাাইলি
আগে ছিলাম কত ভাল, ভিক্ষার ঝোলা হাতে নেওয়াইলা!
আরে ও সর্বনাশা ঝড়্ হঠাৎ এসে কাঁদাইলা!

জীবন তড়িৎ যায় ঘোর অমাবস্যার কোলে
সেই  যদি হত মোর আশা ভরসা  একমাত্র  নেশা!
কাল্ অকালে যেত সর্বনাশার ঘোরে মিছা আশানিরাশা;
কেন সর্বনাশাঝড় আমায় তোমার ইচ্ছায় ডুবাইিল!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন