কুহকিনীর ডঙ্কা (৯)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI
Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
“মানুষের
মধ্যে ভাল
ও খারাপ
দুই থাকে বলিয়া অন্যকে
বা অন্যের কর্মকে খারাপ বলা যায় ৷ কুহকিনীর ডঙ্কা ছোট্ট একটি গল্প উপহার দেব ভেবে কতটুকু
আবুল তাবুল লিখতে শুরু করি ৷ মনের মধ্যে হিংসা বিদ্বেষ না থাকলে কি কিছু এমন লিখা যায়
না !
ডাইনীর গল্প আমার লিখতে ইচ্ছে হয় ন ৷
কারন ডাইনীরা মানুষ না অন্য কোন জাতি তা বুঝা মুষ্কিল ৷ শেষে গিয়ে দেখি ডাইনী সত্যিই
নিজের মানুষকে অমানুষ রূপে পরিণত করতে সক্ষম হয়েছে ৷ ডাইনীরা পরী রাক্ষসরা সাধারণত
আমরা জিন্ পরীদের ভেবে থাকি ৷ এটা মোটেও ঠিক নয় তাদের মধ্যে ভাল এবং খারাপ দুই-ই আছে
৷ যখন ডাইনী নিজের আপনজনকে পরাজিত করতে সক্ষম হয়েছে তাই দীর্ঘ সময় পর কিছু না লেখাই
ভাল ৷ ভাবলাম ভবিষ্যতে মানুষের মধ্যে তারা আশ্রয় নিয়ে মানুষকে বিপাকে ফেলবে ৷
মানুষ যখন দুনিয়াবী হুশ হারায় তখন তারা
তা পরিষ্কার দেখতে পায় ৷ পাগল নামক রোগের বহু ধরণ রয়েছে তৎমধ্যে কিছু মনে থাকে আবার
কিছু মনে থাকে না ৷ এতে নিজের আত্ম সম্মানও বাঁচল ৷
সংক্ষেপে ডাইনী এবং রাক্ষস তাদের নুতন
সদ্য বিবাহিত কন্যাকে সাদর অভ্যর্থনা জানাবার উদ্দেশ্যে নতুন কুটুম্বের বাড়ীতে হাজির
৷ পাহাড়ী প্রথা বিদ্যমান কিনা জানি না তবে কালিদাস এর মতে ভদ্র সমাজে উচিত অনুচিত যাচাই
করা সম্ভব নয় ৷ তাহলে সভা সমাবেশ পণ্ড হয়ে যাবার সম্ভাবনা থাকে ৷ রাক্ষস তার মেয়েকে
জড়ায়ে ধরে পেছনে কোমরে বড় বড় আঙুল গুলি দিয়ে তালাশ করতে করতে বলে হায় এতদিন হয়ে গেল
তোর দেখা পেলাম না ৷ মেয় অতি কোমল সুরে বলল আরও নীচে ৷ ঐ পাশে ডাইনী বসে ছিল বলল কিছুই
জানে না ৷কি যেন একটু আলগা করে হাতটা ঠিক জায়গায় বসিয়ে দিল কারণ ওটা রাক্ষসের জন্য
অন্ধকার ছিল ৷ এক পর্যায়ে বলল হয়েছে ? ও মা একি আমি চা নিয়ে আসি ৷ ”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন