মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

পুল পার হতে দায়



পুল পার হতে দায়
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

ও বুড়ো ! কেন গান গাও গুন গুন?
জোয়ানেরা গায় গান,
তুমি বুঝি কারও নাম!
গান আর যৌবন সবতো তাদের,
জানি আমি, তুমি কি ভাব!
কে যেন বলে সবার চেয়ে আমায় বেশী ভালবাস;
অভিমানে ভরপুর দুঃখ দুখের গান,
কেহ হারায়েছে তার ছেলে,
কেহ তার স্বামী;
কেহই বা তাদের পিতা
ভীষণ যুদ্ধ চলছে!
এমতবস্থায় কেমনে তোমায় ভালবাসি ?
হে! সবই মিথ্যে মিথ্যে মিথ্যে;
আমায় ভালবাস সব দুঃখ যাবে মুছে ৷
আমি দুঃখ কষ্ট চিনি,
চোখের জল আমার সান্ত্বনা ৷
আমার  নেই কোন অভিযোগ কারও বিরুদ্ধে;
আমি কষ্টের গান গাই
লোকে তাই ভালবাসে ৷
বল তাদের! ভালবাসে বটে ক্ষণিকের তরে
নাহি তাতে কোন আনন্দ উল্লাস ৷
সত্য কি আমায় ভালবাসা ছাড়া
কেহই হবে না পার ৷
কখনও দেখবে আমার চার চক্ষু
তুমি কি কখনও করনি চুরি আমার দু চক্ষু ?
এ কথা বল না আর  কবিতার পংক্তি করি প্রচার ৷ 
বার বার তোমাকে ভালবাসতে বল
সৃষ্টির সৃষ্টিকর্তাকে ভালবাসতে বল
কি যে ভেদ আর কি যে অভেদ কিছুই বুঝি না ৷
তুমি এত নিষ্ঠুর কেন বুড়োটাকে একটু ভালবাসতে বলো না ৷
জানি আমি তা কেউ করবে না ৷
তুমি যাকে ভালবাস সেই-ই ভালবাসা!
তা আমাকে শিখাও, দেখতে চাইব,
আমাকে মার না উড়ন্ত পাখির ন্যায়,
সবই তোমার কাছে থাক বিনিময়ে একটু ভালবাস ৷
ইহাই আমার চিরজীবনের জন্য ওয়াদা আর পাওনা 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন