মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

শয়তানের ডায়েরী নয় তবে (৯)



শয়তানের ডায়েরী নয়  তবে (৯)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

আল্লাহ বলেছেন শয়তান থেকে রেহাই পেতে হলে ‘তা-আউয পাঠ কর’ : “আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’
‘আপনিতো মজাক করেন মানুষকে নিয়ে না আমাকে নিয়ে ৷ মশাই যতই দোয়া পাঠ করেন না কেন আমি হাজির ৷’
‘হে শয়তান দোয়া তা’আউয ভঙ্গ করে কি উপায়ে তুমি এখানে হাজির হলে ?’
প্রাথমিক অবস্থায় আপনি যখন হালতে ছিলেন তখন আমি বলেছিলাম আপনাকেও শয়তান হতে হবে, আপনি কেবল কান্নাকাটি কররে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যেন তা যেন আপনার বিন্দুমাত্র না থাকে ৷ শয়তান আপনি নন বটে কিন্তু আমায় ছাড়া লিখে কিছু বঝাবার চেষ্টা করুন ৷’
‘প্রথমে বল তুমি যে আল্লাহ প্রদত্ত দোয়া ভঙ্গ করেছ তার পরিণাম কি হবে জানি না ৷ না তা কেউ জানে ৷ তবে একথা িশ্চিত যে আমি দোয়া ভঙ্গ করে আপনার কাছে উপস্থিত হই নি ৷ বরং ঐ দোয়াই আপনি পড়েন যাতে আমি আপনার বশ থাকি ৷’
‘হ্যাঁ, পড়ি ; তাহলে ধরে নিন আমি ঐ আযাযিল শয়তান নহি ৷ আমিও আপনার তবে বিশ্বাসঘাতকতাই আমার অভ্যাস ৷ হয়তো বুঝতে পারেন নাই ৷ আমি সেই তাপ শয়তানের হয়ে কাজ করি ৷ ‘ 
‘তুমি জান যে জ্ঞানের অভাবে অনেক লোক সমাজে কুৎসিৎ আচরণ করে থাকে ৷ ভাল ও খারাপ দুইজনকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে ৷ যে লোকটি আজ বিদায় নিয়েছে গতকাল সবাই তাকে মন্দ বলেনি এমন নয় বরং সমাজটি আরও উন্নত হতে পারত ৷ টাকা পয়সা ধন দৌলত কিছুই সাথে যায় না ৷ আজ যা রেখে গেল কাল তা সাপও হতে পারে আবার মানুষের উপকারেও আসতে পারে ৷ এটা নির্ভর করে তার ভাগ্যের উপর ৷ আজ মন ভাল নাই আমিও তো সেই পথের যাত্রী ৷ তবে জানার মধ্যেও পাপ হচ্ছে না তা নয় ৷ মৌলভী সাহেব কাল যে নছিয়ত করলেন তা এই যে আজ তুমি যাও হয়তো কিছুক্ষণ পর আমিও আসতেছি ৷”
“আল্লাহুমা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন্ শুরুযিহিম ৷’
“হে আল্লাহ আমরা তাহাদের গলা (শব্দ) বন্ধ করিতেছি এবং তাহাদের সর্বাধিক অনিষ্ট হইতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন