সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

গান



গান
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124)

যখন আমি গান গাই
তখন আমি ফিস্ ফিস্ করি ৷
আমি বলি তোমায় আমি ভালবাসি,
তা শো শো করে সুগন্ধিযুক্ত বাতাসে বয়ে চলে ৷
তবুও সে বলে এটা কোন গান নয়,
নহে অন্তর থেকে নিঃসৃত ভাষা ৷
তবুও আমি বলি তোমায় আমি ভালবাসি
আকাশে দেখিয়া মেঘ ৷
তখন আকাশ তার উপর বৃষ্টি বর্ষায়,
তবুও সে বলে ‘না,’ আমি বিশ্বাস করি না ৷
আমি বলি শীতেও আমি তোমায় ভালবাসি,
সে উহাকে আস্তা ভাঁজ করে রাখে;
আমি তা শীতের বস্ত্র হিসেবে গায়ে দিই ৷
সে আমায় কাল বলে ঈর্ষা করে,
তবুও আমি আমার সৌন্দর্য দিয়ে তাকে ভালবাসি ৷
কাল হয় ভাল খ্যাত,
তাদের সুরও ঝঙ্কারও আনন্দদায়ক ৷
তুমি তাকে ভালবাসবেই
কে বলেছে সে কাল!
আমিও তাকে ভালবাসি,
ভাল হৃদয়ের অধিকারী ৷
আমাকে ভালবাস, সবাইকে ভালবাস
আল্লাহকে ভালবাস ৷
পৃথিবীও শান্তিতে থাকুক ৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন