শনিবার, ২৯ মার্চ, ২০১৪

শয়তানের ডায়েরী নয় তবে (৮)



শয়তানের ডায়েরী নয়  তবে (৮)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

সর্ব প্রথমে নিজের মাঝে যে শুকর বাস করে তাকে সম্পূর্ণরূপে শরীর থেকে বিদায় দেয়া যায় কিনা জানি না তবে মানুষও তাপ দ্বারা সৃষ্ট ৷ সেই তাপ হয়তো ঐ তাপ নয় ধুম্রবিহীন তবে তাপ ৷ মানুষের মাঝে শয়তান বাস করে এ আবার কেমন কথা ৷ তাপ কমে গেলে মানুষ বাচেঁ না ৷ এ সব আমরা বুঝি না কেবল আল্লাহ বলেছেন শয়তান থেকে রেহাই পেতে হলে তা-আউয পাঠ কর : “আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’
‘আপনিতো মজাক করেন মানুষকে নিয়ে না আমাকে নিয়ে ৷ মশাই যতই দোয়া পাঠ করেন না কেন আমি হাজির ৷’
‘তুমি ভুল বুঝ না তোমায় নানান খাদ্য যেমন একটি গান উপহার দিয়ে শয়তানী কর্মকে তুলে ধরি ৷ কোন ভাল মানুষের কর্মকে নয় ৷ কোন মানুষ খারাপ নয় খারাপ আর ভাল হল মানুষের কর্ম ৷ ‘
‘শয়তান শয়তানী কর্ম করতে চায় না মানুষই নিজের মাঝে কি কি রোগ আছে তা না দেখে এমন  জিনিষ সেবন করে, ফলে শুকরের স্বভাব ছাড়াই তার পক্ষে মুস্কিল ৷ নিজে বাঁচলেই বাপের নাম ৷ বাঁচার জন্য প্রথমে বাপের সাথে আলাল দুলাল করে করে সাথে রাতযাপন করি তো বটে, এ জন্যে শয়তান হয়তো থাকলে আজরাঈল আঃ কাছে আসবে না ৷ সাথে তাই তাকেও রাখি এবং তাপ দ্বারা বাঁচিয়ে রাখি ৷ বিনিময়ে কি কম পেয়েছি? আরও  কয়েকজন শয়তানী যারা এককালে ঘনিষ্ট ছিল তাদেরকেও আনি ৷’
“তাহলে এই কাজও কর তুমি?”
“বাঃ আপনাকে রেহাই দিলাম কোথায়’? আমার হাত থেকে বাঁচা কঠিন ৷ আপনার পুরান গল্পে ফিরে যাব না ৷ লুত আঃ এর জমানার কথাও বলবো না ৷ ঐ সেদিন আপনার এক বাচাধনকে ফোসলাইয়া সেই শয়তানীর দ্বারে নিয়ে গেলাম ৷’
‘তারপর কি করলে?’
‘বাঃ সেই চকিতে ছেলেদের নিয়ে শয়তানীকে শুয়ালাম ৷ রাত একটু হতে না হতে বাপের কাছ থেকে  এক বিগত নীচের খাটে ঐ ঔষধ খাওয়াইয়া পাশে আনলাম ৷”
“তারপর ?”
আর বলবো না পাশেরজন তো নিজের ছেলে নয় ৷ শয়তান শয়তানের কাজ আর শয়তানী তো শয়তানীর কাজ করল ৷ লুত জামানার কর্ম কি ছিল ৷ পৃথিবীতে কি তাই চালু হয়েছে !
“তুমি জান কাল এক বিজ্ঞানী বলেছেন পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে ৷ টলমল করছে ৷ জিজ্ঞাস করছে ঐটাই নাকি কিয়ামত ৷”
“তুমি জানলে কিছু বল না ৷”
‘আপনি?’
সকাল বেলা মাতা শয়তানী মাত্র ১০০ একশত  টাকা দিয়ে বিদায় দিল ঐ ছেলেকে ৷ শুনে আমার বুঝি কষ্ট লাগে না ৷ আমি বললাম বাবা খুব কম হয়েছে অন্ততঃ ৩০০ তিনশত টাকা হলে বার বার নির্যাতনের খেসারত হত ৷’
মানুষ এককালে তা মানে না ৷ স্ত্রী পুত্রদের বদদোয়া করা ভাল নয় ৷
‘রাব্বানা হাব লানা মিন্ আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুব্ রাতা আইউনিওঁ ওয়াজআলনা লিল মত্তাক্বীনা ইমামা ৷ ১৯ পারা সূরা ফুরকান ৭৪ আয়াত ৷)
‘হে আমার প্রতিপালক! আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হইতে নয়নের তৃপ্তি দান কর এবং তাহাদিগকে সংযমীগণের অগ্রবর্তী কর ৷’
‘তাহলে আজ তুমি যাও অন্য ভাল কোন পসঙ্গ আলাপ করবো ‘৷
‘আসি নমস্কার ৷’



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন