শনিবার, ১ মার্চ, ২০১৪

আরাম কেদার



 আরাম কেদার
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

বধূ নাচে কোমর দোলাইয়া ৷
একাই করলা মনে মনে ভোগ
সত্যিকে ঘুরানো মেশিনে চেপে
ইক্ষুর রস কাঁচের গ্লাসে নিয়ে
দেখাইলা মোরে রসের মনভোগ ৷

রাগ আমার থামাইলা
মনে মনে ফুসকিয়া অভিমানে
তন্ন তন্ন করে দেখলাম বেলায় বেলায় ৷
বসে আছে ইক্ষু মাড়াইয়া খাবার আশায় ৷

আজ বলতে হবে তোমার পুত্র কিনা!
অনাহারে মাস শেষে শবেকদরে গেলে চলে ৷
দোস্ত বলে আমায় কি শান্তনা দিলা !
বৎস দোলনায় বধূ আহা কোমর দোলায় ৷

যোগ করাইলা আরও ইক্ষু মাড়াইয়া
আমায় সেথায় কি করাইলা !
বারণ করিয়া আসি চলিয়া
বধূ নাচে কোমর দোলাইয়া ৷

যাব না আমি থানে
লাগাব না সুগন্ধি সুরমা
বৎসা গায়ে কোমর লাগাও ৷
বধূ নাচে কোমর দোলাইয়া ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন